Connect with us
ফুটবল

তিউনিসিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ছবি- গুগল

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আফ্রিকার দেশ তিউনিসিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল।

আর্জেন্টিনার মাটিতে বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় নকআউট পর্বে মুখোমুখি হয় দুদল। এস্তাদিও ক্লাউডেড দ্য প্লাটাতে মাঠে গড়ায় ম্যাচ। ম্যাচে ৪-১ গোলে তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।

এদিকে দুর্দান্ত এ জয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তোলার মিশনে কাছাকাছি পৌঁছে গেল সেলেসাওরা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবার হেক্সা মিশনে আরও কাছে পৌঁছে গেল।

এদিন ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি শটে মার্কোস লিওনার্দোর গোলে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিলের যুবারা। পরে ম্যাচের ৩১ মিনিটে মিডফিল্ডার আন্দ্রে সান্তুসের গোলে ২-০ গোলের লিড পায় ব্রাজিল। তবে ম্যাচের ছন্দপতন হয় প্রথমার্ধের ঠিক আগ মুহূর্তে। রবার্ট রেনা ৪৫ মিনিটে ফাউল করে লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। প্রথমার্ধ পর্যন্ত পুরো সময়জুড়ে মাঠ দখলে রেখেছে ব্রাজিল, কোনো অ্যাটাকেই যেতে পারেনি তিউনিসিয়া।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণের চেষ্টা চালায় তিউনিসিয়া। ম্যাচে ফিরতে মরিয়া তিউনিসিয়ার যুবারা ৭৯ মিনিটে প্রথম সফলতা পেলেও ভিআর সিদ্ধান্তে গোলটি ভাতিল হয়ে যায়। তবে ১০ জনের দলে পরিণত হয়ে রক্ষণ কিচ্ছুটা দুর্বল হলেও আক্রমণে শক্তি কমেনি ব্রাজিলের।

ম্যাচের ৯১ মিনিটে মিডফিল্ডার ম্যাথিউজ মার্টিনসের গোলে নিজেদের জাত চেনায় ইয়োলো যুবারা। তিউনিসিয়ার জালে শেষ গোলটি করেন আন্দ্রে সান্তুস। নিজের জোড়া গোলে তিউনিসিয়ার বিদায় বক্সে শেষ পেরেকঠোকে দেন এই মিডফিল্ডার।

তবে ম্যাচে শেষ বাশি বাজার ১ মিনিট আগে অতিরিক্ত ১৩ মিনিটে তিউনিসিয়াকে শান্তনা গোল এনে দেন মাহমুদ গ্রাব্রিল। এতে ৪-১ গোলে শেষ হাসি হাসে ব্রাজিল।

এদিন ম্যাচে ৪-৩-৩ ফরমেশন নিয়ে খেলতে নামে ব্রাজিল, আর তিউনিসিয়ার ছিল ৩-৪-৩। ম্যাচে ব্রাজিল টার্গেট শট নেয় ৭টি, আর তিউনিসিয়া শট নেয় ৪টি। এরমধ্যে ১টিতে সফলতা আসে।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ইসরায়েল। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় হওয়ার কথা ছিল এবারের ২৩তম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন। শেষ পর্যন্ত অভ্যন্তরীণ বিক্ষোভে আসরটি আয়োজনের দায়িত্ব নেয় আর্জেন্টিনা। আর এতেই এবারের আসরে সুযোগ না পাওয়া ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আয়োজক দেশ হিসেবে এবার খেলার সুযোগ পায়।

আরও পড়ুন: ১০ জুন পর্দা উঠছে ইমার্জিং এশিয়া কাপের, টাইগ্রেস স্কোয়াডে আছেন যারা

ক্রিফোস্পোর্টস/১জুন২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল