আজ (সোমবার) সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়ে গেল। আর এর মাধ্যমেই চূড়ান্ত হয়ে গেল কোন দল প্রতিপক্ষ হিসেবে কার বিপক্ষে খেলবে। চূড়ান্ত হয়ে গেছে বর্তমান ইউসিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি কাদের বিপক্ষে খেলতে নামবে, আর সবচেয়ে বেশি ১৪ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষই বা কে।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনকে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ। দু’দলই প্রথম লেগ সফরকারী হিসেবে খেলতে নামবে। এদিক থেকে পাঁচ বারের শিরোপা জয়ী বার্সেলোনার কিছুটা কঠিন প্রতিপক্ষকেই সামলাতে হবে। তাদের প্রতিপক্ষ ইতালির চ্যাম্পিয়ন নাপোলি। ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি খেলতে নামবে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চমক দেখানো রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
ইংলিশ জায়ান্ট আর্সেনালের লড়াই হবে পর্তুগালের এফসি পোর্তোর সঙ্গে। জার্মানীর দুই জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ড এর লড়াই যথাক্রমে লাৎসিও এবং পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে। ইন্টার মিলানের প্রতিদ্বন্দ্বী ডিয়েগো সিমিওনের এ্যাটলেটিকো মাদ্রিদ।
রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচগুলো ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের ম্যাচগুলো হবে ৫, ৬, ১৩ এবং ১৪ মার্চ। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে ২০২৪ সালের ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে।
আরও পড়ুন:মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ১০ জনের কিংস
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এমএস/এমটি