Connect with us
ফুটবল

উয়েফার ঘোষণা—আগামী দুই সপ্তাহ কোন ফুটবল ম্যাচ হবে না

উয়েফা
উয়েফা। ছবি- গুগল

হঠাৎ ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামী দুই সপ্তাহ কোন ফুটবল ম্যাচ হবে না। স্থগিত হওয়া ম্যাচগুলোর সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণায় উল্লেখ করেছে উয়েফা।

এদিকে গত ৭ অক্টোবর (শনিবার) ইসরায়েলের দখলকৃত অংশে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে পাল্টা হামলার পর ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করা হয়। এতে ফিলিস্তিন ও ইসরায়েলের অনেক মানুষ আহত ও নিহত হয়েছেন।
বর্তমানেও সেখানে যুদ্ধ বিরাজ করছে। এই অবস্থায় ইসরায়েলে সব ধরনের ফুটবল ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা।

উয়েফা রবিবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির আলোকে, উয়েফা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলে নির্ধারিত সমস্ত ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়, নির্দিষ্ট সময়ে নতুন তারিখ নিশ্চিত করা হবে।

স্থগিত হওয়া ম্যাচের মধ্যে রয়েছে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচ। যেখানে আগামী শুক্রবার রাতে তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিলো ইসরায়েলের। আগামী ১৬ অক্টোবর কসোভোর বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিও স্থগিত করা হয়েছে।

এছাড়া উয়েফা ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাই ও উয়েফা ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো চ্যাম্পিয়নশিপ এর ম্যাচগুলোও আপাতত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: এবার পারলেন না মেসি, প্লে-অফের স্বপ্নভঙ্গ মিয়ামির

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/বিটি/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল