Connect with us
ফুটবল

উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম জানা যাবে যেদিন

উয়েফা
উয়েফা বর্ষসেরা সেরা তিনে জায়গা করে নিয়েছেন কেভিন ডি ব্রুইনা, লিওনেল মেসি ও আর্লিং হালান্ড। ছবি-উয়েফা

ইউরোপীয় ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তিনজনার তালিকা প্রকাশ করেছে উয়েফা। সেরা তিন জনার এই তালিকায় জায়গা করে নিয়েছেন কেভিন ডি ব্রুইনা, লিওনেল মেসি ও আর্লিং হালান্ড।

কার হাতে উঠবে বর্ষসেরার এই পুরষ্কার সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও ১৩ দিন।

তালিকায় থাকা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি দারুণ কাটিয়েছেন গত মৌসুমটা। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ।

৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এছাড়া পিএসজির হয়ে জিতে নিয়েছেন লিগ শিরোপাও। ইউরোপ ছেড়ে ইতিমধ্যে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

অন্যদিকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটোতেই সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড, দুটো আসর মিলিয়ে ৪৮ গোল করেছেন এই ফরোয়ার্ড।

এ ছাড়া প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৬ অ্যাসিস্ট করেছেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনা। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে করেছেন ৭টি অ্যাসিস্ট।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৮ গোল করার পরও সংক্ষিপ্ত ওই তালিকায় জায়গা পাননি মেসির প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ইউরোপভিত্তিক কোচ ও সাংবাদিকদের ভোটে ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকার অবস্থান ছয় নম্বরে।

১২ বছরের ফুটবল ইতিহাসে দুইবার উয়েফা বর্ষসেরার খেতাব জিতেছেন মেসি। দুইবারই ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল তার ক্লাব বার্সেলোনা। তবে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি।

আগামী ৩১ আগস্ট মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে এর ড্র। সেদিনই গত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত করবে উয়েফা।

আরও পড়ুনঃ সৌদি ক্লাবে বাড়ি, বিমান ছাড়াও যা যা পাচ্ছেন নেইমার

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল