গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেছে আসন্ন উয়েফা নেশন্স লিগের ড্র। যেখানে মর্যাদার ভিত্তিতে ইউরোপের সকল দলগুলোকে ভাগ করা হয়েছে ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ লিগে। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে ২০২৪-২৫ নেশন্স লিগের আসর।
‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে এক সঙ্গে পড়েছে ইতালি, ফ্রান্স ও বেলজিয়াম। পুরো ড্রয়ের মাঝে ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে এই ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপকেই। এই গ্রুপে ২০২২ বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স, ২০২০ ইউরোর চ্যাম্পিয়ন ইতালি ও শক্তিশালী দল বেলজিয়াম খেলবে প্রতিপক্ষ হয়ে; এছাড়াও সঙ্গে থাকবে ইসরাইল।
‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে জায়গা হয়েছে রোনালদোর দল পর্তুগালের। এই গ্রুপে আরও থাকছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তাছাড়া গ্রুপ ৩ নম্বর গ্রুপে এক সঙ্গে আছে নেদারল্যান্ডস, জার্মানি ও হাঙ্গেরি। স্পেন থাকছে ৪ নম্বর গ্রুপে। তবে লিগ ‘এ’ তে খেলার সুযোগ না পাওয়ায় হতাশ ইংল্যান্ডের সমর্থকরা। এছাড়া নিষেধাজ্ঞায় এই আসরে খেলতে পারবে না রাশিয়া।
এক নজরে নেশন্স লিগের সকল গ্রুপ:
‘এ’ লিগের গ্রুপ
গ্রুপ ১ : পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ড
গ্রুপ ২ : ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, ইসরায়েল
গ্রুপ ৩ : নেদারল্যান্ডস, জার্মানি, হাঙ্গেরি, বসনিয়া
গ্রুপ ৪ : স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া
‘বি’ লিগের গ্রুপ
গ্রুপ ১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেইন, আলবেনিয়া, জর্জিয়া
গ্রুপ ২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস
গ্রুপ ৩ : নরওয়ে, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, কাজাখস্থান
গ্রুপ ৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক
‘সি’ লিগের গ্রুপ
গ্রুপ ১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া
গ্রুপ ২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার
গ্রুপ ৩ : লুক্সেমবার্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুস
গ্রুপ ৪ : আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, নর্থ মেসেডোনিয়া, লাটভিয়া
‘ডি’ লিগের গ্রুপ
গ্রুপ ১ : জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন
গ্রুপ ২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।
আরও পড়ুন: আল নাসরকে হারিয়ে রিয়াদ সিজন কাপ জিতল নেইমারবিহীন আল হিলাল
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এফএএস