উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। এই ম্যাচ প্রতিবেশী দেশের জলে গোল উৎসব করে জিতেছে ইংলিশরা।
লন্ডনে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে আয়ারল্যান্ডকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। সেই সঙ্গে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন ইংলিশরা।
এ দিন ইংল্যান্ডের হয়ে ৫ জন খেলোয়াড় একটি করে ৫টি গোল করেছেন। প্রতিটি গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৩তম মিনিটে অধিনায়ক হ্যারি কেইন গোল উৎসব শুরু করেন। বাকি ৪ গোল করেন অ্যান্থনি গর্ডন, কনর গ্যালাঘার, জ্যারড বাওয়েন ও টেলর হারউড বেলিস।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টিতে দুর্দান্ত গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন হ্যারি কেইন। এর ২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি গর্ডন। এরপর ৫৭ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত ক্রসে আয়ারল্যান্ডের জালে জড়ান কনর গ্যালাঘার।
এরপর ৭৬তম মিনিটে দুর্দান্ত ভুল করে হালি পূর্ণ করেন জ্যারড বাওয়েন। সর্বশেষ গোলটি বেলিংহামের থেকে আসা ক্রস বক্সের ভিতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন টেলর হারউড বেলিস। জুড বেলিংহাম দুইটি এসিস্ট করে ম্যাচ সেরার সের পুরস্কার পান।
এ জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে উয়েফা নেশনস লিগে গ্রুপ বি ২ এর সেরা হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। একই ম্যাচে সমান সংখ্যক ১৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দুই অবস্থান করছে গ্রিস। ছয় ম্যাচে ২ জয় এবং ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড। এ তালিকার তলানিতে রয়েছে ফিনল্যান্ড। ৬ ম্যাচে একটিতেও জিততে পারেনি তারা।
আরও পড়ুন: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড : ১২ বছরের অপেক্ষার অবসান!
ক্রিফোস্পোর্টস/১৮ নভেম্বর ২৪/এইচআই