Connect with us
ফুটবল

উয়েফা নেশনস লিগ : ইতালিকে হারিয়ে গ্রুপে শীর্ষে ফ্রান্স

Italy vs France
ইতালি এবং ফ্রান্স ফুটবল দল। ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে দুই দলেরই। তবে ইতোমধ্যেই ঘরের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হারের ক্ষোভ রয়েই গিয়েছিল। মধুর প্রতিশোধ নিয়ে ঠিক ৩-১ গোলের ব্যবধানে ইতালিকে তাদেরই মাঠে হারালো ফ্রান্স।

গত রাতে উয়েফা নেশনস লিগে সান সিরোয় ইতালির মুখোমুখি হয়েছিল ফ্রান্স। এ ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নেমেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এই গ্রুপে শীর্ষে উঠে এলো ফ্রান্স।

এ ম্যাচে জোড়া গোল করেছেন আদ্রিও রাবিও। বাকি একটি গোল আসে গুলিয়েলমো ভিকারিওর আত্মঘাতী গোল থেকে। ইতালির হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়া কাম্বিয়াসো।

এ দিন খেলা শুরুর দ্বিতীয় মিনিটের মাথায় ফ্রান্সকে এগিয়ে নেন রাবিও। দিনিয়ের কর্নারে দুর্দান্ত হেডে ইতালির জালে বল জড়ান তিনি।

এরপর ৩৩ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিনিয়ে। বক্সের সামান্য বাইরে থেকে পাওয়া ফ্রি কিকে ক্রসবারে লেগে বল জালে জড়ান ফ্রান্সের এই স্ট্রাইকার। ফলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে জান তারা।

এর দুই মিনিট পরেই ব্যবধান কমান কাম্বিয়াসো। দিমার্কোর ক্রসে ছয় গজ বক্সের বাইরে থেকে করা ভলিতে দুর্দান্ত গোল করেন তিনি। এরপর প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলে। ফলে ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।

দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে দিনিয়ের ফ্রি- কিক থেকে আসা ক্রস দুর্দান্ত হেড করে আবারও ব্যবধান করেন রাবিও। ফ্রান্সের জার্সিতে প্রথমবারের মতো জোড়া গোল পূরণ করেন এই স্ট্রাইকার।

এরপর গোল করার সুযোগ পেলেও দুই দলের কেউই গোল করতে পারেনি। ফলে ইতালিকে ৩-১ গোলের ব্যবধানে হারের তিক্ততার স্বাদ দিল ফ্রান্স। ১৯৮৩ সালে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল ইতালি । আর প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের মাঠে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার দলটির।

এ জয়ের ফলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা হলো ফ্রান্স। গোল ব্যবধানে পার্থক্য থাকায় একই ম্যাচে সমান সংখ্যক ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ ইতালি।

আরও পড়ুন: পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টিসহ আজকের খেলা (১৮ নভেম্বর ২৪)

ক্রিফোস্পোর্টস/১৮ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল