প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে বাস্তবতা টের পেল উগান্ডা। একটি ম্যাচ জিতে যে স্বপ্ন দেখছিল, সে স্বপ্নের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না! গত ম্যাচেই পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিলো দলটি। দুই দিন পর কঠিন বাস্তবতা টের পেলো তারা। ওয়েস্ট ইন্ডিজের সামনে পড়ে ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড গড়েছে উগান্ডা।
রবিবার সকালে গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে জনসন চার্লসের ৪৪ ও আন্দ্র রাসেলের অপরাজিত ৩০ রানে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে করা ১৭৩ রানের জবাব দিতে নেমে উগান্ডা গুটিয়ে যায় ৩৯ রানে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের যৌথভাবে সর্বনিম্ন সংগ্রহ।
এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিলো নেদারল্যান্ডস। এদিন উইন্ডিজের জয় ১৩৪ রানে। এটি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। সবচেয়ে বেশি রানের জয়টি শ্রীলঙ্কার, ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানে।
উগান্ডাকে নিয়ে মূলত ছেলেখেলা করেছেন স্পিনার আকিল হোসেন। বাঁ-হাতি এই স্পিনার টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পেয়েছেন পাঁচ উইকেট। বিনিময়ে ৪ ওভারে রান দিয়েছেন ১১। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ষষ্ঠ সেরা বোলিং ফিগার। আর উইন্ডিজের হয়ে কোনো বোলাররের প্রথম কীর্তি।
এ নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জিতলো ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তারা জয় পেয়েছিলো পাপুয়া নিউগিনির বিপক্ষে। এরপরও তারা গ্রুপ সি’র শীর্ষ দল নয়। দুই জয় আর তাদের চেয়ে ভালো রানরেট নিয়ে শীর্ষে আফগানিস্তান।
আরও পড়ুন: শেষ সময়ে গোল করে ব্রাজিলকে জেতালেন সেই এনড্রিক
ক্রিফোস্পোর্টস/৯জুন২৪/এজে