
নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে চার মেরে ইনিংস শুরু করেছিল উগান্ডা। যদিও সামনে ছিল ১৮৪রানের বিশাল লক্ষ্য। কিন্তু ওই চার মারার পর টানা দুই বলে দুটি উইকেট নিয়ে ফজলহক ফারুকী যেন বলে দিলেন, এখনো শেখার অনেক বাকি। তবে শেখার বাকি হলেও বিশ্বকাপটা উপভোগ করছে উগান্ডা। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের কাছে ১২৫ রানে হেরেছে।
সি গ্রুপ থেকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আফগানিস্তানও উগান্ডা। ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রানে বিশাল সংগ্রহ তোলে রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরানরা। জবাবে ১৬ ওভার ব্যাটিং করলেও মাত্র ৫৮ রানেই সবকটি উইকেট হারায় উগান্ডা। ফলে ১২৫ রানের বিশাল জয়ে আসর শুরু করলো আফগানিস্তান।

ম্যাচ হারলেও বিশ্বকাপে অংশ নিতে পারায় যেন আনন্দের উপলক্ষ এনে দেয় উগান্ডার দর্শকদের। ছবি- ক্রিকইনফো
এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রীতিমত ঝড় তোলেন দুই আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। ওপেনিং জুটি থেকে আসে ১৫৪ রান। মাত্র ১৪.৩ ওভারেই দেড়শ পার করেন এ দুজন। এই জুটি ভাঙার পর আর তেমন রান হয়নি। ইবরাহিম ৪৬ বলে ৭০ এবং গুরবাজ ৪৫ বলে ৭৬ রান করে ফিরে যান।
ওপেনিং জুটি ভাঙার পর ৩৩ বলে মাত্র ২৯ রান তোলে আফগানরা। জ্বলে উঠতে পারেননি নজিবুল্লাাহ জাদরান ও মোহাম্মদ নবীরা। উগান্ডার হয়ে এদিন ভালো বোলিং করেন ব্রায়ান মাসাবা। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে শিকার করেন দুটি উইকেট। কসমাস কেউটাও ২৫ রানে দুটি উইকেট শিকার করেন।

রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান জুটি থেকে আসে ১৫৪ রান। ছবি- ক্রিকইনফো
১৮৫ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মানের উগান্ডার ওপেনার রোনাক প্যাটেল। কিন্তু এরপরই শুরু হয় ফজলহক ফারুকীর তোপ। ৪ ওভারে ৯ রানের বিনিময়ে শিকার করেন ৫টি উইকেট। দুটি করে উইকেট নেন নাভিন উল হক ও রাশিদ খান। সব মিলিয়ে ৫৮ রানেই শেষ যায় উগান্ডার যাত্রা।
আরও পড়ুন:
এমবাপ্পের স্বপ্নপূরণ, কী বললেন রোনালদো?
ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু সহ আজকের খেলা (৪ জুন ২৪)
ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/এজে
