প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। আর উগান্ডার এই সাফল্যে বল হাতে অসামান্য অবদান রাখা আলপেশ রামজানি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন।
২০২৩ সালে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটে সংস্থা (আইসিসি)। এই দলে অধিনায়ক হিসেবে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। সূর্যকুমার ছাড়া আরো তিন ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণুই ও আর্শদীপ সিংও রয়েছেন এই দলে।
এছাড়া জিম্বাবুয়ে থেকে ২ জন- সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা এবং নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডা থেকে ১ জন করে জায়গা পেয়েছেন। ভারত ছাড়া এশিয়ার অন্য কোন দেশ থেকে জায়গা পায়নি কেউ। এমনকি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটারও নেই এই দলে।
প্রথমবারের মতো জায়গা পাওয়া উগান্ডার রামজানি বল হাতে একটি দুর্দান্ত বছর কাটিয়েছেন। ৩০ ম্যাচ খেলে ৫৫ টি উইকেটে শিকার করেছেন এই বাহাতি স্পিনার। এর ফলস্বরূপ জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা দলে।
অধিনায়কের দায়িত্ব পাওয়া সূর্যকুমার যাদব ব্যাট হাতে ছিলেন অনবদ্য। ২০২৩ সালে ১৭ ইনিংসে ৪৮.৮৮ গড়ে ৭৩৩ রান করেছেন এই বিধ্বংসী ব্যাটার। এছাড়া জয়সওয়ালও ব্যাট হাতে দারুণ একটি বছর কাটিয়েছেন। ১৫ ইনিংসে ৪৩০ রান করেছেন এই তরুণ ওপেনার।
জিম্বাবুয়ে থেকে জায়গা পাওয়া সিকান্দার রাজা ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। ২০২৩ সালে ১১ ইনিংসে ৫১৫ রান এবং ১৭ টি উইকেট রয়েছে এই অলরাউন্ডারের ঝুলিতে।
আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল: যসস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান , সূর্যকুমার যাদব (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, সিকান্দার রাজা, আলপেশ রামজানি, মার্ক অ্যাডায়ার, রবি বিষ্ণুই, রিচার্ড এনগারাভা, আর্শদীপ সিং।
আরও পড়ুন: ঢাকাকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এমটি