Connect with us
ক্রিকেট

ভারত-নিউজিল্যান্ড ফাইনালের আম্পায়ার লিস্ট প্রকাশ

Umpire
ফাইনালে আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও পল রাফায়েল

আর মাত্র একটি ম্যাচ পরই শেষ হবে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। ভারত-নিউজিল্যান্ডের শিরোপা নির্ধারণী ম্যাচের পরেই নামবে পর্দা। আগামী রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। উত্তাপ ছড়ানো সামনে রেখে অফিসিয়ালদের লিস্ট প্রকাশ করেছে আইসিসি।

আইসিসির লিস্ট অনুযায়ী এবারের ফাইনালেও মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও অস্ট্রেলিয়ার পল রাফায়েল। টানা তিনবারের মতো আইসিসি ইভেন্টের ফাইনাল পরিচালনাকারী আম্পায়ার হবেন রিচার্ড।

এর আগে গত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। এলিট প্যানেলের অভিজ্ঞ এই দুই আম্পায়ারের ওপর আবারও তাই ভরসা রাখছে আইসিসি।


আরও পড়ুন:

» ভারতকে সামলাতে সৌদির মাটিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ

» ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকুর রহিমের যত রেকর্ড


সেমিফাইনালেও ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন এ দু’জন। ভারত ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংউথ। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে মাঠে আম্পায়ারের ভূমিকায় ছিলেন রাফায়েল।

ফাইনালের দিন মাঠের তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।

এবারের আসরের স্বাগতিক পাকিস্তান হলেও ভারত যেতে রাজি হয়নি। বিরাট কোহলিদের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। তাই ফাইনালের আগেই পাকিস্তানে উৎসবে ভাটা পড়েছে। এই ম্যাচের আগে নিউজিল্যান্ড দলের জার্নি ও ভারতীয় দলের জার্নি নিয়ে তুমুল সমালোচনা চলছে। ৭ হাজার কিলোমিটারের বেশি ভ্রমণ করেছে নিউজিল্যান্ড, পক্ষান্তরে ভারত কোনো ভ্রমণই করেনি। এক মাঠেই খেলেছে।

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট