Connect with us
ক্রিকেট

বোলিং করতে না পারা সাকিব ব্যাট হাতে জেতালেন দলকে

Shakib is playing for Galle Marvels
গল মারভেলসের হয়ে এলিমিনেটর ম্যাচে টর্নেডো ইনিংস খেলেছেন সাকিব। ছবি- সংগৃহীত

সম্প্রতি বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। পুনরায় বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত কোনো আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন না এই তারকা। তবে ব্যাটার হিসেবে সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন তিনি। যার ফলে আপাতত অলরাউন্ডার পরিচয় থাকছে না তার। তবে নতুন পরিচয়ে অর্থাৎ ব্যাটার হিসেবে আরো শক্তিশালী রূপে হাজির হয়েছেন এই ৩৭ বছর বয়সী তারকা।

চলমান লঙ্কা টি-টেন লিগে ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন সাকিব। একের পর এক ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার ব্যাট হাতে দলকে জেতালেন এই বাঁহাতি। টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে নিজ গল মারভেলসেকে জিতিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে তুলেছেন সাকিব।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে ক্যান্ডি বোল্টসের মুখোমুখি হয় হল মারভেলস। পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১২০ রান তোলে ক্যান্ডি। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন জর্জ মুনশি। এছাড়া দীনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৩০ রান। গলের পক্ষে একটি করে উইকেটের দেখা পেয়েছেন চার বোলার।

আরও পড়ুন:

» অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

» বাংলাদেশের কাছে সিরিজ হার, মানতে কষ্ট হচ্ছে উইন্ডিজ অধিনায়কের

জবাবে সাকিবের বিধ্বংসী ইনিংসে ৮ বল হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় গল মারভেলস। সাকিবের ব্যাট থেকে আসে ২৯ রান। মাত্র ৮ বলে ২ চার ও ৩ ছক্কার মারে এই টর্নেডো ইনিংস খেলেন তিনি। এছাড়া ২১ বলে ৪২ রান করেন ভানুকা রাজাপাকসা। ক্যান্ডির পক্ষে ২টি উইকেট নিয়েছেন চাতুরাঙ্গা ডি সিলভা।

এলিমিনেটর বাধা পেরিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলবে গল মারভেলস। যেখানে সাকিবদের প্রতিপক্ষ সাব্বির-মোসাদ্দেকদের হাম্বানটোটা বাংলা টাইগার্স। বাংলা টাইগার্স বাধা পেরোলেই ফাইনালে উঠতে পারবে দলটি।

বোলিং নিষেধাজ্ঞা পাওয়ার আগ পর্যন্ত চলমান এই টুর্নামেন্টে কেবল এক ওভার বোলিং করেছিলেন সাকিব। বোলিংয়ের সুযোগ না পেলেও ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান তুলেছেন তিনি। এর আগের ম্যাচেও ১৯ বলে ৪৩ রান করেন তিনি। এখন পর্যন্ত ৬ ইনিংসে ১২৪ রান করেছেন এই তারকা। সসবমিলিয়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :

ক্যান্ডি বোল্টস: ১২০/৪ (১০ ওভার)
গল মারভেলস: ১২৪/৪ (৮.৪ ওভার)
ফলাফল: গল মারভেলস ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট