আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা ঘিরে শঙ্কা তৈরি হয়েছে। চোটের কারণে একাদশ থেকে ছিটকে যেতে পারেন বাঁ-হাতি এই ব্যাটার।
গতকাল (শনিবার) আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে শারজায় মাঠে নেমেছিল বাংলাদেশ। সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন শান্ত। শট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পান এই অধিনায়ক। এ দিন শান্তর অনুপস্থিতে বাকি সময় দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ।
কুচকির এই চোট থেকে এখনও সম্পূর্ণ সেড়ে উঠেনি শান্ত। তার চোটের সবশেষ অবস্থা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরির দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ শান্তর একটা এমআরআই করার কথা রয়েছে। এমআরআই হলেই চোটের পরিস্থিতি জানা যাবে বিস্তারিত।’
আগামীকাল (সোমবার) সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ম্যাচে শান্ত ছিটকে গেলে বাংলাদেশকে নেতৃত্ব দিতে দেখা যাবে মেহেদীকে। আর শান্তর জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন টপ অর্ডার ব্যাটার জাকির হাসানের।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৬ রান করেছেন টাইগার অধিনায়ক শান্ত। এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, নেই সাকিব
ক্রিফোস্পোর্টস/১০ নভেম্বর ২৪/এইচআই