Connect with us
ফুটবল

ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা, কারণ জানা গেল

আর্জেন্টিনা বনাম স্পেন। ছবি- সংগৃহীত

চতুর্থবারের মতো আয়োজন করার পরিকল্পনা আগেই শোনা গিয়েছিল এবারের ফিনালিসিমা। এটি মূলত ইউরোপা চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা জয়ী দলের মধ্যে আয়োজন করা হয়ে থাকে। দুই মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাবের মধ্যকার এই মহারণ দেখতে তাই আকর্ষণের কোন কমতি নেই ফুটবলপ্রেমীদের মাঝে।

সম্প্রতি প্রায় একই সঙ্গে শেষ হয়েছে কোপা আমেরিকা ও ইউরোর আসর। যেখানে নিজেদের রেকর্ড ১৬তম বারের মত কোপা জয় করেছে আর্জেন্টিনা। অপরদিকে নিজেদের চতুর্থ ইউরো শিরোপা ঘরে তুলেছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমা খেলার জন্য নিজের আগ্রহের কথা আগেই জানিয়ে রেখেছিলেন স্প্যানিশ তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামাল।

আর সেই ফিনালিসিমায় আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথাই রয়েছে স্পেনের। যদিও এবার এই প্রতিযোগিতা আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মূলত আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে খুব একটা ফাঁকা নেই দুদলের সূচি। জাতীয় দলে ব্যস্ততার কারণে আর্জেন্টিনা বনাম স্পেনের এই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এমনটাই দাবি করেছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল।

গাস্তন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট করে বলেছেন, ‘ আগামী ফিনালিসিমা কবে এবং কোথায় আয়োজন করা হতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফুটবলে ব্যস্ত সুচির কারণে এখনও কোনো উপযুক্ত ফাঁকা তারিখ খুঁজে পাওয়া যায়নি। মূলত বিশ্বকাপের বাছাই পর্ব ও উয়েফা নেশন্স লিগের ঠাসা সূচির কারণে শঙ্কায় পড়েছে প্রতিযোগিতাটি।’

আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ব্যস্ত থাকবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে এবং স্পেনের সামনে থাকবে উয়েফা নেশন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এদিকে অনিশ্চয়তা থাকলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্ত বলছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন চায়সম্যাচটি অনুষ্ঠিত হোক বুয়েনস এইরেসে রিভার প্লেটের মাঠ এল মনুমেন্তালে। রিভার প্লেটও নাকি নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।

এর আগে প্রথমবার ফিনালিসিমা অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৫ সালে। সেবার উরুগুয়েকে হারিয়ে ট্রফি জিতেছিল ফ্রান্স। এরপর ১৯৯৩ সালে ডেনমার্ককে হারিয়ে এই প্রতিযোগিতা জিতে নেয় আর্জেন্টিনা। তারপর দীর্ঘ ১৯ বছর পর ২০২২ সালে ইতালিকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল তারা। এবার ২০২৫ সালেও স্পেনের বিপক্ষে আয়োজন হওয়ার কথা থাকা এই ম্যাচে আরও একবার ট্রফির সামনে দাঁড়িয়ে থাকবে আর্জেন্টিনা।

আরও পড়ুন: বিসিবিকে ঢেলে সাজাতে যে রূপরেখা দেবেন নাজমুল আবেদীন

ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল