আগামী ২৯ নভেম্বর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একাদশ আসর। গতবারের ন্যায় এবারও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। দুবাই ও শারজার দুটি ভেন্যুতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৩ আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিতে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল দলটি। এরপর ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল মাহফুজুর রহমান রাব্বির দল।
এশিয়া কাপের এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে অংশগ্রহণ করবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ পর্ব শেষে সরাসরি সেমিফাইনালে উঠবে শীর্ষ দুই দল।
আরও পড়ুন:
» চলতি মাসে যুবাদের এশিয়া কাপ, একনজরে সময়সূচি
» চ্যাম্পিয়ন ট্রফির সূচি ঘোষণা আগামী সপ্তাহে, ঝুলছে ভারত-পাকিস্তান সম্পর্ক
» গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, খেলবে রংপুর রাইডার্স
আগামী ২৯ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর ১ ডিসেম্বর একই ভেন্যুতে নেপালের মুখোমুখি হবে যুবা টাইগাররা। এরপর ৩ ডিসেম্বর দুবাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
একনজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৯ নভেম্বর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | দুবাই |
১ ডিসেম্বর | বাংলাদেশ বনাম নেপাল | দুবাই |
৩ ডিসেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | দুবাই |
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৪/বিটি