Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: সর্বোচ্চ রান শিবলীর, সেরা তিনে কারা?

Crifo Top run
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ রান শিবলীর। ছবি- বিসিবি

২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আবির্ভাব হলো নতুন চ্যাম্পিয়ন দল বাংলাদেশের। শিরোপা জয় মুখ্য ভূমিকা পালন করেন আশিকুর রহমান শিবলী। ফাইনাল ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ সেরার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রহ করে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

গোটা আসর জুড়েই দুর্দান্ত ছন্দে ছিলেন শিবলী। টুর্নামেন্টে খেলা পাঁচ ম্যাচে করেছেন দুটি শতক ও দুটি অর্ধশতক। উদ্বোধনী ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৭১ রান দিয়ে শুরু, পরের ম্যাচেও জাপানের সাথে করেন ৫৫ রান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ম্যাচ জেতানো ১১৬ রানের অপরাজিত ইনিংস।

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্বে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে রান আউট হয়ে ৭ রানে কাঁটা পড়লে সেই ঝাঁজ মেটাতে শিবলী ফাইনালের মঞ্চে খেলেন ১২৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। যুব এশিয়া কাপের আসর জুড়ে ১২৬.০০ ব্যাটিং গড়ে শিবলী সংগ্রহ করেছেন সর্বোচ্চ ৩৭৮ রান।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শিবলী আছেন সবার ওপরে। ২২২ রান নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের আজান ওয়াইসের সংগ্রহ । সেরা তিনে আছেন আরেক টাইগার ক্রিকেটার আরিফুল ইসলাম। ৪ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ১৮৪ রান। সেমিফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ১২ উইকেট নিয়ে সবার ওপরে আছেন ভারতের ডানহাতি পেসার রাজ লিম্বানি। পাকিস্তানি পেসার মোহাম্মদ জিসান ১১ উইকেট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ১০ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশের পেসার মারুফ মৃধা, অফস্পিনার শেখ পারভেজ জীবন, পাকিস্তানের উবাইদ শাহ এবং আরব আমিরাতের ধ্রুব পারাশার।

আরও পড়ুন: এশিয়া কাপে স্বপ্নপূরণ, আশিকুর রহমান শিবলীর নতুন লক্ষ্য কী?

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট