অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের এবারের আসরে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল খুদে টাইগ্রেসরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকদের ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুঁড়িয়ে দেয় বাঘিনীরা।
আরও পড়ুন :
» কে হচ্ছেন বর্ষসেরা ফুটবলার, এক নজরে সংক্ষিপ্ত তালিকা
» ২০২৫ বিপিএলে আরেকটি চমক নিয়ে হাজির চিটাগাং কিংস
ম্যাচে টাইগ্রেসদের বোলিং ঝড়ে মাঠে দাড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটররা। দলটির ক্কোনো ব্যাটারই দুঅঙ্কের ঘর ছুঁতে পারেনি। মালোয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া তিন ব্যাটার ৩ রান করেছেন এবং চারজন আউট হয়েছেন ১ রান করে। শূন্য রানে ফিরেছেন তিনজন।
অপরদিকে বাংলাদেশের বোলারদের প্রাপ্তির খাতায় শীর্ষে অফ স্পিনার নিশিতা আক্তার। তিনি ৩.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে নিয়েছেন করেছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে শিকার করেন ৩ উইকেট ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে পেয়েছেন ২ উইকেট।
ম্যাচে বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়ার ৪৫ বলে অপরাজিত ৪৫ রানে ভর করে বড় স্কোর পায় বাংলাদেশ। এছাড়া সাদিয়া আক্তার মাত্র ১৯ বলে করেছেন ৩১ রান। এই দুই ব্যাটার ষষ্ঠ উইকেটে জুটি গড়ে ৪৪ বলে ৬২ রান করেন। এর আগে উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ (২৬) ও মোসাম্মদ ইভা ১৬ (১৯)।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৪৯/৫ (২০)
মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ : ২৯/১০ (১৪.৫)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ১২০ রানে জয়ী।
ম্যাচ সেরা : জান্নাতুল মাওয়া ৪৫* (৪৫)
সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?
দাপুটে জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে গেছে বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। এছাড়া চতুর্থ দল হিসেবে সুপার ফোরে খেলবে শ্রীলঙ্কা।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলো আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত। এতে পয়েন্ট তালিকায় সেরা দুটি দল ফাইনালে মুখোমুখি। শিরোপার লড়াই আগামী ২২ ডিসেম্বর।
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৪/এসএ