Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?

Under-19 Women's T-20 World Cup 2025_ Bangladesh's match
২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসতে যাচ্ছে মালয়েশিয়ায়। ২০২৫ সালের জানুয়ারিতে ১৬ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। মালয়েশিয়ার চারটি ভেন্যুতে আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টের মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসন্ন এই টুর্নামেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় মোট ৪ টি গ্রুপে ভাগ হয়ে ১৬ দল খেলবে। যেখানে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেস তরুণীদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। গত আসরেও গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সে টুর্নামেন্টে অজি নারীদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশের তরুণীরা। বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হলো নেপাল ও স্কটল্যান্ড।

গ্রুপ পর্বে প্রতিটি দল গ্রুপে একে অপরের বিপক্ষে খেলবে। এরপর প্রতি গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে কোয়ালিফাই করবে। সুপার সিক্স নিশ্চিত করা ১২ দল ২ গ্রুপে ভাগ হয়ে সেমিফাইনালের জন্য লড়বে। সুপার সিক্সের লড়াই শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল করে মোট ৪ দল সেমির টিকিট কাটবে। অবশ্য সুপার সিক্সেও গ্রুপ পর্বের পয়েন্ট বিবেচনা করা হবে। পরবর্তীতে সেমির বিজয়ী দুই দল ফাইনালে উঠবে।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

» বিপিএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। একই দিনে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে টাইগ্রেস তরুণীরা। বাংলাদেশের সবগুলো ম্যাচই মালয়েশিয়ার ওয়াইএসডি-ইউকেএম ক্রিকেট ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২৩ জানুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এরপর ২৫ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে সুপার সিক্সের ম্যাচগুলো। এরপর ৩১ তারিখ দুই সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

একনজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :

 তারিখ ম্যাচ ভেন্যু সময়
 ১৮ জানুয়ারি বাংলাদেশ বনাম নেপাল ওয়াইএসডি-ইউকেএম ওভাল দুপুর সাড়ে ১২টা
 ২০ জানুয়ারি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়াইএসডি-ইউকেএম ওভাল সকাল সাড়ে ৮টা
 ২২ জানুয়ারি  বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ওয়াইএসডি-ইউকেএম ওভাল সকাল সাড়ে ৮টা

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে। টুর্নামেন্টটির প্রথম ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট