অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশে এক পরিবর্তন নিয়ে সুপার সিক্স নিশ্চিতে মাঠে নেমেছে যুবা টাইগাররা। ম্যাঙ্গাউং ওভাল মাঠে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হয়েছে ম্যাচটি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করে ঘুরে দাঁড়ায় যুবা টাইগাররা। আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ।
সেই লক্ষ্যে একাদশে এক পরিবর্তন দিয়ে মাঠে নেমেছে টাইগাররা। আগের ম্যাচে এক উইকেট পাওয়া পেসার মো: রোহানাত দৌল্লা বর্ষণের পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, রিজওয়ান চৌধুরী, আরিফুল ইসলাম, আহরার আমিন, মো. শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, ইকবাল হোসেন ইমন, মোঃ রাফি-উজ্জামান রাফি ও মারুফ মৃধা।
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ একাদশ: ঋষি রমেশ (অধিনায়ক), আমোঘ আরেপল্লী, খুশ ভালালা, প্রণনভ চেট্টিপালায়ম, আর্য গর্গ, সিদ্ধার্থ কাপা, ভব্য মেহতা, অরিন নাদকার্নি, উৎকর্ষ শ্রীবাস্তব, পার্থ প্যাটেল এবং অতেন্দ্র সুবেন্দ্র।
আরও পড়ুন: বাংলাদেশ সুপার সিক্স নিশ্চিত করলে যারা হবে সম্ভাব্য প্রতিপক্ষ
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এফএএস