অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ডের যুবারা।
আজ (সোমবার) মাংগংয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলপতি মাহফুজুর রহমান রাব্বি। শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের হয়ে আলো ছড়িয়েছেন কিয়ান হিল্টন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার আউট হন ৯০ রান করে। এছড়া জরদান নিল ৩১, স্কট ম্যাকবেথ ২৭, জন ম্যাকনেলি ২৩ রান করেন।
ভারতের বিপক্ষে ৫ উইকেট নেয়া মারুফ মৃধা আজও দুর্দান্ত বোলিং করে ২ টি উইকেট নিয়েছেন। এছাড়া পারভেজ রহমান ২ টি এবং বর্ষন, রাফি ও রাব্বি ১ টি করে উইকেট নেন।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়িয়ে ড্র করল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এমটি