অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আজ নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৭০ রানে টার্গেট দিয়েছে নেপালের যুবারা।
ব্লুমফন্টেইনের মাংগাং ওভালে টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশের বোলাররা। প্রথম পাওয়ার প্লেতে ২৯ রানের মধ্যেই নেপালের ৩টি উইকেট তুলে নেয় মারুফ-বরসনরা।
নেপালের প্রাথমিক বিপত্তি সামাল দেন দেব খানাল ও বিসাল বিক্রম কেসি। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৯১ রানের মাথায় অধিনায়ক দেব খানাল ফিরে গেলে আবারো ব্যাকফুটে চলে যায় নেপাল। বিক্রম একপাশ আগলে রাখলেও অন্যপাশে আসা-যাওয়ার মধ্যে থাকেন অন্যান্য ব্যাটাররা।
শেষ পর্যন্ত ৪৯.৫ ওভার খেলে ১৬৯ রানে গুটিয়ে যায় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন বিক্রম। এছাড়া দেব খানাল ৩৫ ও সুভাস ভান্ডারি ১৮ রান করেন।
বাংলাদেশের হয়ে রোহানাত বরসন ৪ টি এবং পারভেজ রহমান জীবন ৩ টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন মারুফ, ইমন ও জিসান।
আরও পড়ুন: টানা চার জয় পেল বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এমটি