বিশ্ব ফুটবলে ব্রাজিল যেন অবিচ্ছেদ্য অংশ। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা দীর্ঘ সময় ধরে হেক্সা মিশনে থাকলেও থেমে নেই সেলেসাও যুবারা। বিচ ফুটবল কিংবা ফুটসালের আসর, সব খানেই জাত চেনাচ্ছে খুদে নেইমাররা।
এবার কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে। রোববার ভেনিজুয়েলার মাটিতে আকাশী নীলদের ১-০ গোলে হারায় ব্রাজিল। আর এতেই ৯ আসরের মধ্যে রেকর্ড ৮ বার অনূর্ধ্ব-২০ ফুটসালের শিরোপা জিতে নিয়েছে ব্রাজিল।
অপরদিকে এই টুর্নামেন্টে একবার শিরোপা জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এবারের আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতে দুদলই গোল পেতে মরিয়া হয়ে উঠে। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। এতে শুরুতে দুই দলই একাধিক সুযোগ পায়, তবে কেউ কারো রক্ষণ ভেদ করতে পারেনি।
ম্যাচের ১৪তম মিনিটে কপাল পুড়ে আর্জেন্টিনা যুবাদের। ডি-বক্সে হ্যান্ডবলের ফাদে পরেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর। আর এতেই পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা।
এরপর মাঠ জুড়ে আধিপত্য দেখালেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল। অপরদিকে ডিফেন্সিভ খেলতে গিয়ে গোল বঞ্চিত থাকে আলবিসেলেস্তেরা। আর এতেই ১-০ গোলের জয়ে শেষ হাসি হাসে ব্রাজিল।
এদিন আরেক ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে আসরে তৃতীয় হয় কলম্বিয়া।
আরও পড়ুন: নেইমারদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৩/এসএ