Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: আর্জেন্টিনার পর ব্রাজিলও গ্রুপ চ্যাম্পিয়ন

ছবি- গুগল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে পা দেওয়ার পরদিন গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হয় দুদল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে এদিন গোল দুইটি করেন জ্যান হেনরিখ কার্নেইরো পেদরোসো ও মার্কুনিয়োস।

অবশ্য সেরা হওয়ার ম্যাচে ঘাম ঝরিয়েই জয় পেয়েছে টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ীরা। ম্যাচে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৪২ মিনিট। কর্নার থেকে পাওয়া বলে হেডে নাইজেরিয়ার জালে বল পাঠান কার্নেইরো পেদরোসো।

তবে দ্বিতীয় গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্রাজিলের যুবাদের। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্কুইনিয়োসের গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত জুনিয়র নেইমারদের ডিফেন্স ভাঙ্গতে পারেনি নাইজেরিয়া।

এদিকে এ ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এছাড়া গ্রুপ রানার্সআপ হয়েছে ইতালি।

অপরদিকে গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ৩০ মে শুরু হবে পরবর্তী রাউন্ডের ম্যাচ। এ রাউন্ডে ৩১ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে নামবে ব্রাজিল।

আরও পড়ুন: রোনালদোর আল-নাসরের প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান

ক্রিফোস্পোর্টস/২৮মে২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল