চলমান জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। ইতোমধ্যে টানা তিন জয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এবার ঢাকা পর্বে সিরিজের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আজ (বুধবার) শেষ দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
আর তাদের জায়গায় বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম। এদের মধ্যে শরিফুল ইসলাম প্রথম দুটি ম্যাচে সুযোগ পেয়েছেন। তবে ঢাকা পর্বের জন্য তাকে বিশ্রামে রাখা হয়েছে।
অন্যদিকে, কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন পারভেজ ইমন ও আফিফ হোসেন। সাকিব দলে ফেরায় বাদ পড়েছেন আফিফ। আর চোট থেকে সেরে ওঠা সৌম্যকে ঝালিয়ে নিতেই বাদ দেওয়া হয়েছে ইমনকে।
এই সিরিজে বাংলাদেশের মিডল অর্ডার ভালো করায় সুযোগ মেলেনি আফিফের। তবে টপ অর্ডারে তামিম রান পেলেও ব্যর্থ হয়েছেন শান্ত-লিটনরা। এক্ষেত্রে দুর্দান্ত ছন্দে থাকা ইমনের কোনো ম্যাচ না খেলেই বাদ পড়াটা অনেকটা দুর্ভাগ্যজনকই।
শেষ দুই টি-টোয়েন্টির দল নিয়ে কথা বলেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। সৌম্যর দলে ফেরা এবং ইমনের কোনো ম্যাচ না খেলেই বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌম্য সরকার ও পারভেজ ইমনের বিষয়টা হচ্ছে, সৌম্য চোটে ছিল। তবে এখন খেলার জন্য পুরোপুরি ফিট। আমরা ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে চাই এবং ও কী অবস্থায় আছে সেতা বুঝতে চাই। আর এজন্যই পরিবর্তনটা করা হয়েছে। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের ভেতরেই আছে।’
আগামী ১০ ও ১২ মে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/৮মে২৪/বিটি