Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ দলে কোহলি-রোহিতের থাকা নিয়ে জরুরি বিশেষ বৈঠক

Crifo Kohli Rohit
বিশ্বকাপ দলে কোহলি-রোহিতের থাকা নিয়ে বিশেষ বৈঠক করবে বিসিসিআই। ছবি- সংগৃহীত

ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রতিযোগীরা শুরু করে দিয়েছে দল গোছানোর কাজ। তবে এই লক্ষ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কেননা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি-রোহিতকে দলে রাখা না-রাখা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দীর্ঘ প্রায় এক যুগ ধরে ভারতীয় ক্রিকেটের নিয়মিত মুখ এই দুজন সিনিয়র ক্রিকেটার। তবে গেল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটে দেখা যায়নি কোহলি ও রোহিতকে। সেবার বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। তবে টি-টোয়েন্টিতে দীর্ঘ বিরতির পর এবার তাদের বিশ্বকাপ দলে রাখা হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

লম্বা সময় টি-টোয়েন্টি ক্রিকেট না খেললেও এবার আসন্ন বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছে কোহলি ও রোহিত। এতেই বিপাকে পড়েছে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত; যা বিশ্বকাপের আগে শেষ সংক্ষিপ্ত ফরমেটের সিরিজ।

তবে এর আগে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিসিসিআইয়ের এক অংশ জানিয়ে ছিল টি-টোয়েন্টিতে আর কোহলি-রোহিতদের কথা ভাবছে না বোর্ড। হার্দিক পান্ডিয়ার ওপর আস্থা রেখে তরুণদের নিয়ে দল সাজাতে চান তারা। তবে দীর্ঘ সময় আইসিসি ট্রফির দেখা না মেলায় আসন্ন বিশ্বকাপে কোন ঝুঁকি নিতে চান না বোর্ডের আরেকটি অংশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাই দক্ষিণ আফ্রিকার মাটিতেই পরিকল্পনা সাজিয়ে রাখতে চায় দলের প্রধান নির্বাচক আগারকার। রোহিত শর্মা ও বিরাট কোহলির সাথেও কথা বলবেন তিনি। প্রোটিয়া সফরের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আগারকারের সামনে থাকবে রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে বাজিয়ে দেখার শেষ সুযোগ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে আগারকারসহ গোটা নির্বাচনী প্যানেলের সাথে থাকবে দুই জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস ও সলিল আঙ্কোলা। টেস্ট সিরিজের মাঝে তিন নির্বাচক বৈঠকে বসতে পারে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। যেখানে নেওয়া হবে কোহলিদের মতামতও। তারা যদি বিশ্বকাপে খেলতে চান, তবে আফগান সিরিজেও দলে থাকুক এমনটাই যাওয়া নির্বাচকদের।

আরও পড়ুন: ওয়ার্নারের শেষ টেস্টেও নাজেহাল পাকিস্তানের ব্যাটিং

ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট