ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর অলিম্পিকে সোনা জিতল যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল। এই নিয়ে পঞ্চম বারের মতো অলিম্পিকের ফুটবল ইভেন্টে সোনা জিতল তারা। এদিকে প্রথমবারের মতো স্বর্ণজয়ের সুযোগ থাকলেও প্যারিস অলিম্পিকে তা হাতছাড়া করেছে ব্রাজিল নারী ফুটবল দল। এতে করে তাদের ভাগ্যে জুটেছে রূপা।
আজ শনিবার (১০ আগস্ট) প্যারিসে সোনা জয়ের লক্ষ্যে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল। যেখানে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনালী পদক বাগিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ম্যালোরি শোয়ানসন। যুক্তরাষ্ট্রের হয়ে নিজের শততম ম্যাচে গোল করে এদিন ব্রাজিলকে হারিয়েছেন তিনি।
ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচের ৫৭তম মিনিটে ম্যালোরি শোয়ানসনের গোল থেকে লিড পায় তারা। এরপর গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয় ব্রাজিল। ম্যাচের শেষ বাজি বাজতেই জয়ের উৎসবে মেতে ওঠে গ্যালারিতে থাকা সব যুক্তরাষ্ট্রের সমর্থকরা।
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে ব্রাজিলের গ্রুপ পর্ব বাধা পেরোনো নিয়ে ছিল শঙ্কা। তবে একের পর এক চমক দেখিয়ে সেই বাধা টপকে নকআউট পর্বে উঠে পড়ে তারা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে ব্রাজিল। এরপর টুর্নামেন্টের সেমিফাইনালে স্পেনকে ৪-২ গোলে হারিয়ে সোনা জয়ের চূড়ান্ত লড়াইয়ে উঠে আসে ব্রাজিল নারী ফুটবল দল।
আরও পড়ুন: ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা, কারণ জানা গেল
ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/এফএএস