Connect with us
ক্রিকেট

ভারতের চার দশকের বিশ্বরেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

USA beat Oman and make new record
ওমানকে হারিয়ে রেকর্ড করল যুক্তরাষ্ট্র। ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বে যুক্তরাষ্ট্রের আগমন খুব বেশিদিন আগের নয়। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সহযোগী আয়োজক দেশ হিসেবে ক্রিকেটে ভালো পরিচিতি পেয়েছিল তারা। তবে তাদের দলে দেখা যায় অধিকাংশ ভিন্ন দেশের বংশোদ্ভূত ক্রিকেটারদের আধিপত্য। নব্য আগত সেই দল এবার ভেঙে দিল ভারতের চার দশকের এক বিশ্ব রেকর্ড।

প্রায় ৪০ বছর আগে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১২৫ রান সংগ্রহ করেও ৩৮ রানের জয় পেয়েছিল ভারত। সেটাই ছিল ক্রিকেট ইতিহাসে সবথেকে কম রান ডিফেন্ড করে জয়ের বিশ্বরেকর্ড। যা গেল চার দশকের অক্ষুন্ন ছিল ভালোভাবেই। তবে ভারতের সেই ইতিহাস গড়া রেকর্ড ভেঙে দিল যুক্তরাষ্ট্র।

সবথেকে কম রান সংগ্রহ করেও জয়ের নতুন রেকর্ড করেছে ক্রিকেট দুনিয়ার উদীয়মান এই শক্তি। গতকাল ওমানকে তারা পরাজিত করেছে ৫৭ রানের ব্যবধানে। যেখানে যুক্তরাষ্ট্র আগে ব্যাট করে তুলতে সক্ষম হয়েছিল মাত্র ১২২ রান। এত কম রান সংগ্রহ করেও একটি পূর্ণাঙ্গ ওভারের ওয়ানডে ম্যাচ জয়ের নজির নেই ক্রিকেট ইতিহাসে।

আরও পড়ুন:

» জাতীয় দলে খেলতে চান দুই ইউরোপ প্রবাসী ফুটবলার

» চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় কঠোর অবস্থানে পাকিস্তান

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু এর ম্যাচে আল আমেরাত স্টেডিয়ামে ওমানের বিপক্ষে এমন কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বেশ কিছু রেকর্ড দেখা গেছে এদিন। গেল ৪৬৭১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এবারই প্রথম উভয় দলের ৯ বোলার ব্যবহারের ম্যাচে বল করেননি কোন পেসার। 

আরেকটি জায়গায় অবশ্য দ্বিতীয় হতে হয়েছে যুক্তরাষ্ট্র–ওমান ম্যাচকে। দুই দল সম্মিলিত ভাবে মোট সংগ্রহ করেছে ৬১ ওভারে মাত্র ১৮৭ রান। দুটি দলই অলআউট হয়েছে, এমন ওয়ানডে ম্যাচে এটি দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। যেই রেকর্ডে সবার ওপরে আছে ২০১৪ সালের বাংলাদেশ–ভারত ম্যাচে। যেখানে মোট ৪১ ওভার খেলে দুই দল তুলেছিল ১৬৩ রান।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট