Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে বিদায় করে বিশ্বকাপের শেষ আটে যুক্তরাষ্ট্র

USA has reached the last eight of the World Cup by sending Pakistan off
প্রথমবারের মতো আইসিসির বিশ্বমঞ্চে অংশ নিয়েই সুপার এইট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ছবি- সংগৃহীত

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল গত আসরের ফাইনালিস্ট পাকিস্তান। এক ম্যাচ বাকী থাকতেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো আইসিসির বিশ্বমঞ্চে অংশ নিয়েই সুপার এইট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। যেখানে তারা পাকিস্তান, আয়ারল্যান্ডের মত দলকে পেছনে ফেলেছে।

বিশ্বকাপের শুরু থেকেই বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নীচু সারির দল যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে তারা। এরপর ভারতের বিপক্ষে সহজ জয় হাতছাড়া করেছে তারা। প্রথম দুই ম্যাচ হেরেই সুপার এইটে যাওয়া অনেকটা অনিশ্চিত হয়ে যায় ম্যান ইন গ্রিনদের জন্য। পরবর্তীতে কানাডার বিপক্ষে জয় বিপক্ষে জয় নিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছিল বাবর আজমরা।

তবে গ্রুপ-এ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল ভারত। অন্যদিকে প্রথমবার বিশ্বমঞ্চে অংশ নিয়ে কানাডার পর পাকিস্তানকে হারিয়ে চমকে দেয় যুক্তরাষ্ট্র। ভারতে কাছে হারলেও ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিতের খুব কাছেই ছিল দলটি। শেষ ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারালে বা ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত ছিল।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

» বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন মিসবাহ-শোয়েব 

আর এজন্যই আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রে ম্যাচের ওপর নির্ভর করছিল পাকিস্তানের সুপার এইটের ভাগ্য। এই ম্যাচে আয়ারল্যান্ড জিতলে এবং পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই শেষ আট নিশ্চিত হয়ে যেত। কেননা নেট রান রেটে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল পাকিস্তান।

তবে সেই আশা পূরণ হলো না পাকিস্তানের। এদিন বৃষ্টির কারণে টসই হয়নি। ফলে কোনো বলই মাঠে গড়ায়নি। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও মাঠকর্মীরা মাঠ শুকাতে পারেননি। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। এতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ এর দ্বিতীয় দল এবং টুর্নামেন্টের ৬ষ্ঠ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট