টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১ জুন প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশ। আর এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপের জন্য নবনির্মিত স্টেডিয়াম উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। মাঠটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
৩৪ হাজার ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি উদ্বোধনের জন্য পহেলা জুন অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-বাংলাদেশ ম্যাচটিকেই লক্ষ্য করেছে আইসিসি। এটি ক্রিকেট বিশ্বের প্রথম এবং একমাত্র মডুলার স্টেডিয়াম যেটি বিশ্বকাপকে উদ্দেশ্য করেই নির্মাণ করা হয়েছে।
মডুলার স্টেডিয়াম বলতে বুঝায়, জরুরি ভিত্তিতে স্বল্প ব্যয়ে যে স্টেডিয়াম নির্মাণ করা হয় সেটিকে।
এসব স্টেডিয়ামে দর্শকদের খেলা দেখতেও তেমন একটা খরচ করতে হয় না। জায়গাও তুলনামূলক বেশি থাকায় অনেক দর্শক একসাথে তাদের পছন্দের দলের খেলা উপভোগ করতে পারে।
চলতি বছরের জানুয়ারীতে কাজ শুরুর পর মাত্র ৫ মাসের মধ্যেই স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ করেছে আইসিসি। পুরো নির্মাণ কাজ শেষ করে গত বুধবার এর উন্মোচন করেছে তারা।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি নিউইয়র্কে করা হলেও এর পিচ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে। স্টেডিয়ামটির উইকেট হলো ‘ড্রপ-ইন পিচ’ উইকেট। ফ্লোরিডায় তৈরি করার পরে এই পিচ স্টেডিয়ামে এনে বসানো হয়েছে।
এই স্টেডিয়াম তৈরির সবচেয়ে বড় বাঁধাই ছিল এর পিচ তৈরি করা। এখন দেখার বিষয় খেলায় এই ‘ড্রপ-ইন পিচ’ উইকেট কেমন আচরণ করে। তাই উইকেটের আচরণ পরীক্ষা করতে বাংলাদেশ-ভারত ম্যাচকেই বেছে নিয়েছে আইসিসি।
পিচটি তৈরির দায়িত্ব পেয়েছিল অ্যাডিলেইড ওভাল টার্ফ সলিউশন নামের এক অস্ট্রেলিয়ান নির্মাণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির প্রধান অ্যাডিলেইড ওভালের হেড কিউরেটর ড্যামিয়ান হগ।
অবশ্য স্টেডিয়ামের আউটফিল্ডটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রেরই একটি নির্মাণ প্রতিষ্ঠান। ল্যান্ডটেক গ্রুপ নামের প্রতিষ্ঠানটি স্টেডিয়ামের আউটফিল্ড তৈরির দায়িত্বে ছিল।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য মুস্তাফিজকে নিয়ে যে বার্তা দিল চেন্নাই
ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/এমএস/বিটি