Connect with us
ক্রিকেট

আরব আমিরাত থেকে বাদ, সুযোগ পাচ্ছেন পাকিস্তান দলে

Usman Khan
পাকিস্তান জাতীয় দলে সুযোগ পাচ্ছেন উসমান খান। ছবি- সংগৃহীত

গত সপ্তাহে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন শুরু করায় ক্ষুব্ধ হয়ে উসমান খানকে আরব আমিরাত ক্রিকেট বোর্ড তাদের দেশের সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে৷

এবার সুখবর পেলেন উসমান খান৷ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানে খেলতে দেখা যেতে পারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি উসমান খান সম্পর্কে বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে উসমান খান পাকিস্তানের হয়ে খেলার উপযুক্ত হবেন। পাকিস্তানের যে দল গঠন করা হবে, সে দলে যুক্ত করার জন্য নির্বাচকরা তাকে বিবেচনায় নিতে পারবেন। এ নিয়ে তার সামনে কোনো বাধা থাকবে না।’

বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত দেশটির ক্রিকেটারদের যে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সেখানে অংশ নেয়া ২৯ ক্রিকেটারের একজন ছিলেন উসমান খান।

পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পরই করাচিতে জন্ম নেয়া উসমান খানের পাকিস্তানের হয়ে খেলার আলোচনা উঠে আসে। এর আগে তিনি আরব আমিরাতের ক্রিকেটার হিসেবেই বিবেচিত হচ্ছিলেন। বিশেষ করে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে কথা দিয়েছিলেন, তিনি তাদের দেশের হয়েই খেলবেন। কিন্তু পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাওয়ার পর আরব-আমিরাতকে ‘না’ বলে দিলেন৷

এতে ইসিবি (আমিরাত ক্রিকেট বোর্ড) চুক্তি ভঙ্গের দায়ে উসমান খানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে। যে নিষেধাজ্ঞার আওতায় উসমান খান টি-টেন লিগ, আইএল টি-২০ কিংবা দেশটির আর কোনো ক্রিকেটীয় ইভেন্টে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন: সেঞ্চুরি সত্ত্বেও দলের হার, কোহলিকে খোঁচা দিলেন পাকিস্তানি ক্রিকেটার 

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট