মেলবোর্নে চলমান অস্ট্রেলিয়া ওয়ানডে কাপে ঘটে গেল এক মজার ঘটনা। কোনো নো বল বা ওয়াইড কিংবা চার-ছক্কা ছাড়াই এক বলে সাত রান নিয়েছেন উসমান খাজা। ভিক্টোরিয়া বনাম কুইন্সল্যান্ডের ম্যাচে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে।
অস্ট্রেলিয়া ওয়ানডে কাপে কুইন্সল্যান্ডের হয়ে খেলছেন খাজা। ভিক্টোরিয়ার দেওয়া ২৪০ রানের জবাবে ব্যাট করছিল কুইন্সল্যান্ড। ব্যাটিংয়ের শুরুর দিকেই এক বলে সাত রানের বিরল এই ঘটনা ঘটে। মূলত ভিক্টোরিয়ার বাজে ফিল্ডিংয়ের কারণেই এমনটা হয়েছে।
ইনিংসের দ্বিতীয় ওভারে উইল সাদারল্যান্ডের অফ স্টাম্পের বল টেনে খেলেন খাজা। তবে বল ঠিকমতো ব্যাটে না লেগে আন্ডার-এজ হয়ে উইকেটরক্ষকের পেছনে বাউন্ডারির দিকে চলে যায়। তবে বাউন্ডারিতে আঘাত হানার ঠিক আগমুহূর্তে দুর্দান্ত এক ফিল্ডিং করে বল আটকে দেন পিটার হ্যান্ডসকম্ব। সেখান থেকে অন্য একজন ফিল্ডার বলটি উইকেটের দিকে থ্রো মারেন।
আরও পড়ুন:
» কানপুরে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সুযোগই পেল না বাংলাদেশ
» নেইমারের স্কোয়াডে না থাকা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ
তখনই তৃতীয় রান নিচ্ছিলেন দুই ব্যাটার। তবে তখন বলটি সংগ্রহ করে রান আউটের চেষ্টা করেন বোলার সাদারল্যান্ড। তবে তার থ্রো স্টাম্পে লাগেনি এবং স্টাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারও বলের নাগাল পাননি। ফলে সরাসরি বাউন্ডারি লাইনে গিয়ে আঘাত হানে বলটি। আর তাতেই এক বলে সাত রান পেয়ে যান খাজা।
যদিও বিরল এ ঘটনার পর ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি কুইন্সল্যান্ড। ৪৯.৫ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে যায় কুইন্সল্যান্ড। ৬ রান জয় পায় ভিক্টোরিয়া। আউট হওয়ার আগে ৭২ বলের ৫৭ রানের ইনিংস খেলেন খাজা।
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/বিটি