Connect with us
হকি

উজবেকিস্তানকে ৪-২ গোলে হারাল বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল
বাংলাদেশ হকি দল। ছবি- গুগল

এশিয়ান গেমস হকিতে এবার উজবেকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের পর শনিবার উজবেকদের বিপক্ষেও ৪-২ গোলের জয় পায় লাল সবুজ বাহিনী।

চীনের গংশু কানার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ বিরতির আগ পর্যন্ত দুদলের হাড্ডাহাড্ডি লড়াইই দেখা যায়। ২-২ স্কোর লাইন নিয়েই বিরতিতে যায় উভয় দল।

ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি কর্ণার থেকে আশরাফুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৭ মিনিটে রুশলান করিমভের লক্ষ্যভেদে সমতায় ফেরে উজবেকিস্তান। এর ৪ মিনিট পর আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এবার আক্রমণ থেকে গোল করেন আরশাদ হোসেন।

তবে খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। ২৬ মিনিটে ওভিওখুলভ জনিবেকের গোলে ফের ২-২ গোলের সমতায় ফেরে উজবেকিস্তান।

তবে বিরতির পর থেকে ম্যাচে অন্য এক বাংলাদেশকে দেখতে পাওয়া যায়। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় ও বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম। ৪২ মিনিটের এই গোলে ৩-২ এ এগিয়ে যায় বাংলাদেশ।

৫২ মিনিটে দলের হয়ে পেনাল্টি কর্ণার থেকে শেষ পেরেক বসান আমিরুল ইসলাম। দলের চতুর্থ গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি।

গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২ অক্টোবর, শক্তিশালী ভারতের বিপক্ষে।

আরও পড়ুন: সৌদিতে উড়ছেন রোনালদো, এখনও গোল পাননি নেইমার

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি