Connect with us
টেনিস

উইম্বলডনে নারী এককে শেষ হাসি ভন্দ্রোসোভার

তিউনিসিয়ার টেনিস লেডি ওনস জাবেউর হারিয়ে শিরোপা জিতে নিয়েছে চেক তারকা ভন্দ্রোসোভা
উইম্বলডনের এবারের রানী চেক রিপাবলিকের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রোসোভা। ছবি- গুগল

উইম্বলডনে নারী এককের ফাইনালে শিরোপা জিতে নিয়েছেন চেক রিপাবলিকের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রোসোভা। এটি তার প্রথম গ্র্যান্ডস্লাম।

শনিবার ম্যাচে ৬-৪, ৬-৪ সেটে টেনিস র‍্যাংকিংয়ের ছয়ে থাকা ওনস জাবেউরকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেন তিনি।

ম্যাচ শেষে ভন্দ্রোসোভা বলেন, আমি আসলে জানি না, কীভাবে কী হলো। তবে শিরোপা জয় অসাধারণ এক অনুভূতির।

এদিকে তিউনিসিয়ার টেনিস লেডি ওনস জাবেউর ফাইনালের ফেবারিট ছিলেন। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা তিউনিসিয়ান এই টেনিস তারকাকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন ৪২ নম্বরে থাকা ভন্দ্রোসোভার।

অপরদিকে ২০১০ সালে কোর্টে নেমে তিউনিসিয়ার টেনিস লেডি ওনস জাবেউর ২০২০ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনাল খেলেন। কিন্তু শিরোপার দেখা পাননি। এবারও উইম্বলডনে ট্রফি মিস করলেন তিনি।

ম্যাচ শেষে এটাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন হার উল্লেখ করে তিনি বলেন, এটা আমার জন্য খুবই কঠিন। ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের পরাজয় হলো। তবে ভন্দ্রোসোভাকে অভিনন্দন।

তবে এদিন কান্না লুকাতে পারেননি জাবেউর। বলেন, আমি লড়াই ছেড়ে দিচ্ছি না। আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো ও উইম্বলডন জিতবো।

আরও পড়ুন: পুরোনো স্মৃতি মুছতে কাকে আনফলো করলেন মেসি

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই/এসএ 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস