ফুটবলে অত্যাধুনিক প্রযুক্তির সর্বশেষ সংস্করণ হলো ভিএআর বা ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি৷ মাঠের খেলার রেফারির সিদ্ধান্তকে নিখুঁত করে তুলতে ফুটবল অঙ্গনে পরিচিত হয়ে ওঠেছে ভিএআর৷ সর্বশেষ কাতার বিশ্বকাপে ভিএআর প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য দেখা গেছে৷ বেশ কয়েকটি ম্যাচে সিদ্ধান্তগ্রহণে এটি নিখুঁতভাবে সহায়তা করেছে৷
কাতার বিশ্বকাপের ভিএআর প্রযুক্তিকে বেশ কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে আজকের পর্যায়ে আসতে হয়েছে৷ সর্বপ্রথম ২০১৬ সালের জুলাইয়ে ডাচ ক্লাব পিএসভি এইন্থোভেন ও এফসি আইন্দহোভেনের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে ভিএআর পরীক্ষা করা হয়৷ এরপর একই বছরের সেপ্টেম্বরে ইতালি ও ফ্রান্সের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচে ভিএআর প্রযুক্তির পরীক্ষণ হয়৷
যেভাবে কাজ করে ভিএআর
ভিএআর কোনো স্বয়ংক্রিয় প্রযুক্তি নয়। ১৩জনের একটি টিমের মাধ্যমেই এটি নিয়ন্ত্রিত হয়ে থাকে৷ ফুটবল মাঠে ব্যবহৃত ৩৩ টি ব্রডকাস্ট ক্যামেরার সমন্বয়ে এই ভিএআর (VAR) টিম কাজ করে। তাঁরা সার্বক্ষণিক ম্যাচের প্রতিটি দৃশ্য পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং কাঙ্ক্ষিত সময়ে প্রযুক্তির সাহায্যে মাঠে থাকা রেফারিকে বার্তা পাঠান৷
যেসব সিদ্ধান্ত দিতে পারে ভিএআর
গোল বা নো গোল
কোনো খেলোয়াড়ের শট সত্যিই কি গোলপোস্টে প্রবেশ করল কিনা, কিংবা কেউ অফসাইডে থাকা অবস্থায় গোল করল কিনা– এমন মুহূর্তে ভিএআর অগ্রণী ভূমিকা পালন করে৷ মাঠে থাকা একাধিক ক্যামেরা স্লো-মোশন, প্রয়োজনে সুপার স্লো-মোশনে কিংবা আল্ট্রা স্লো-মোশনে রিপ্লাই করে ভিএআর রেফারিকে সঠিক সিদ্ধান্তটি জানায়৷
পেনাল্টির সিদ্ধান্ত বা নো পেনাল্টি
ভিএআর প্রযুক্তির মাধ্যমে যেকোনো পক্ষের জন্য পেনাল্টির সিদ্ধান্ত আসতে পারে৷ মাঠে থাকা রেফারি যদি খেলার কোনো দৃশ্য মিস করে যান এবং এতে যদি পেনাল্টি হয় তাহলে ভিএআর রেফারিকে তা জানিয়ে দিবে৷ অর্থ্যাৎ অনেক সময় গোলপোস্ট- বক্সের ভেতর হ্যান্ডবল, ফাউল হয়ে থাকে এবং এক্ষেত্রে রেফারি যদি এড়িয়ে যায় তাহলে প্রতিপক্ষ দল পেনাল্টির জন্য আবেদন করতে পারবে। এছাড়া এসব ক্ষেত্রে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে আবার প্রতিপক্ষ দল রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিতে পারবে৷
সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত পর্যবেক্ষণ
ম্যাচে হঠাৎ করে কোনো অঘটনের সূত্র ধরে রেফারি যদি কাউকে সরাসরি লাল কার্ড দেখান, সেক্ষেত্রে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে বিপক্ষ দল আবেদন করতে পারবে এবং ভিএআর এক্ষেত্রে অঘটনের দৃশ্যকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।
মাঠের রেফারি কোনো দৃশ্য মিস করলে…
ম্যাচের গুরুত্বপূর্ণ মূহুর্তের কোনো দৃশ্য যদি রেফারির অগোচরে থেকে যায়, সেক্ষেত্রে ভিএআর পর্যাপ্ত তথ্য দিয়ে রেফারিকে সহযোগিতা করবে৷
আরও পড়ুন: এশিয়ার ফুটবল মহাযজ্ঞ: সর্বোচ্চ শিরোপা যাদের ঘরে
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৪/টিএইচ/এমটি