৩০ ডিসেম্বর ২০২৪—মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসর। বিপিএলে একের পর এক চমক যেন থামছেই না। এমন কিছুর আভাস অবশ্য আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি। মাসকট থেকে কনসার্ট; এবার চমকের তালিকায় এরও একটি সংযোজন। বিপিএলে প্রতিদিন বাইক জেতার সুযোগ দর্শকদের সামনে।
দর্শকদের আকৃষ্ট করতে চমকপ্রদ এই ঘোষণাটি বিপিএল-২০২৫ এর পর্দা উঠার আগের দিন জানিয়েছে বিসিবি।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন :
» বিপিএল মাতাতে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিলেন ক্যারিবিয়ান তারকা
» এক ফ্রেমে নেইমার-ইয়ামাল, যেভাবে হলো ইচ্ছেপূরণ
» বিপিএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি
এতে বলা হয়েছে, প্রতিটি ম্যাচডেতে একটি করে ই-বাইক জেতার সুযোগ পাবেন মাঠে যাওয়া দর্শকরা। দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে র্যাফেল ড্র করে বেছে নেওয়া হবে একজন সৌভাগ্যবান বিজয়ীকে। তিনি পাবেন একটি রেভো ই-বাইক।
বিসিবি আরও জানিয়েছে, প্লেঅফে এই পুরস্কার আরও বাড়বে। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেওয়া হবে ই-বাইক। এছাড়া ফাইনালের দিন তিন জন সৌভাগ্যবান র্যাফেল ড্র-তে ই-বাইক পাবেন।
৩০ ডিসেম্বর পর্দা উঠে ৭ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ের মধ্যদিয়ে পর্দা নামবে এবারের আসরের। এই সময়ে মাঠে গড়াবে ২৪ ম্যাচডে। এই ২৪ দিনই সৌভাগ্যবান দর্শকরা ই-বাইক জিতে নেবেন।
বিপিএল-২০২৫ আসরে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স- এই ৭টি দল অংশ নেবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।
বিপিএলের গ্রুপ পর্বে একই ভেন্যুতে প্রতিদিন দুটি করে ম্যাচ রয়েছে। যেখানে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। তবে শুক্রবারের ম্যাচগুলো হবে দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। যেখানে ঢাকায় দুটি এবং সিলেট ও চট্টগ্রামে একটি করে পর্ব থাকবে।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২০২৪/এসএ