আর মাত্র দেড় মাস পড়েই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের। ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিকেটবোদ্ধাদের জ্যোতিষবিজ্ঞান চর্চা।
বিশ্বকাপের আগ মুহুর্তে ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়। গ্লেন ম্যাকগ্রা, মরগ্যান, মুত্তিয়া মুরালিধরনের পর বিশ্বকাপে নিয়ে এবার ভবিষ্যদ্বাণী দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কাপ্তান এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে ৩৯ বছর বয়সী সাবেক দক্ষিণ আফ্রিকার এই কাপ্তান জানান, ‘নিঃসন্দেহে ভারত আবার বিশ্বকাপ জিততে পারে। রূপকথার বিশ্বকাপ হতে যাচ্ছে এটা।’
তার চোখে ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং তার দল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দল হিসেবে পাকিস্তানের কথা বললেও নিজের দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই এগিয়ে রেখেছেন তিনি।
ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির মালিক সাবেক এই প্রোটিয়া অধিনায়ক তার মনের আশা ব্যক্ত করে বলেন,’আমি খুব করে চাই, আমার দক্ষিণ আফ্রিকার ছেলেরা ফাইনাল খেলুক।’
তার এমন চাওয়াটাও স্বাভাবিক। বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকবার সেমিফাইনালে খেললেও ‘আন্ডার ডগ’ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা এখনো ফাইনালে পা দিতে পারেনি।
আরও পড়ুনঃ সাকিব-লিটনদের ফাইনালের অপেক্ষা বাড়ল
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এমএইচ