চলমান কোপা আমেরিকায় খেলছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। চোটের কারণে খেলা হয়নি তার। যার ফলে ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব অনেকটাই ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। তবে গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না সেলেসাওরা।
বুধবার (৩ জুলাই) কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে ১-১ গোলে ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
এই ম্যাচে কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস। এর আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখার শাস্তিস্বরূপ এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। এর ফলে কোয়ার্টার ফাইনালে ভিনিকে পাচ্ছে না সেলেসাওরা।
আরও পড়ুন:
» কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কার খেলা কবে
» চোটে পড়া মেসিকে কি কোয়ার্টার ফাইনালে পাওয়া যাবে?
ভিনির হলুদ কার্ড পাওয়া নিয়ে হতাশ ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। আগামী ম্যাচে এই তারকার না থাকা নিয়ে তিনি বলেন, ম্যাচের প্রথম চ্যালেঞ্জেই হলুদ কার্ড দেখানোর ব্যাপারটা কিছুটা অস্বাভাবিক। অনেকে বলে তারকা খেলোয়াড় ছাড়া খেলতে । আমার মনে হয় এবার সেই মুহূর্ত চলে এসেছে। প্রয়োজনীয় সময়ে দলের সেরা খেলোয়াড়দের পাচ্ছি না। নেইমারকে হারিয়েছি এর আগে।’
আগামী ৭ জুলাই কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। লাস ভেগাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময় প্রকাশ, কে কোন গ্রুপে?
» মেজর লিগ খেলতে দেশ ছাড়ার আগে যা জানালেন সাকিব
» বাবর টি-টোয়েন্টি খেলার যোগ্য নয়, বলছেন শোয়েব মালিক
» এলপিলে মুস্তাফিজ-হৃদয়দের ম্যাচসহ আজকের খেলা (৩ জুলাই ২৪)
» কোয়ার্টার নিশ্চিতে ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/বিটি