এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন তালিকায় ছিলেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ও সদ্য ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ ফুটবলার রদ্রিও। তাই কার হাতে উঠতে চলেছে এবার ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড তা নিয়ে ছিল সংশয়। তবে পুরনো সকল হতাশার গল্প কাটিয়ে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ভিনিসিয়ুস জুনিয়র।
গতকাল রাতে কাতারের দোহায় ফিফার এক জমকালো আয়োজিত অনুষ্ঠানে প্রদান করা হয়েছে বর্ষসেরার এই পুরস্কার। যেখানে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের হাতে ২০২৪ সালের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যা ছিল ব্রাজিলের ষষ্ঠ কোন কোন ফুটবলারের বর্ষসেরার পুরস্কার প্রাপ্তি।
১৯৯১ সাল থেকে ফিফা দ্য বেস্ট পুরস্কার দেওয়া শুরু হওয়ার পর থেকে ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত সেরার এই ব্যক্তিগত পুরস্কার সর্বোচ্চ তিনবার জিতেছেন রোনালদো নাজারিও। দুইবার পেয়েছেন রোনালদিনিয়ো এবং একবার করে সেরা ফুটবলার হয়েছেন রোমারিও, রিভালদো, কাকা ও সর্বশেষ ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন:
» বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১৮ ডিসেম্বর ২৪)
» যে কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান রোনালদো
এবারের ফিফা দ্য বেস্ট এওয়ার্ড জয়ের পথে সর্বোচ্চ ৪৮ পয়েন্ট পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এই লড়াইয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য ব্যালন ডি’অর জয়ী রদ্রি। তিনি সেরার পুরস্কারের জন্য পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ পয়েন্ট। আর তৃতীয় অবস্থানে থাকা জুড বেলিংহাম ৩৭ পয়েন্ট পেয়েছেন।
ভিনিসিয়ুস গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯ ম্যাচ খেলে গোল করেছেন ২৪টি। পাশাপাশি সতীর্থদের গোল করতে সহায়তা করেছেন ১১টি। রিয়ালের হয়ে এই মৌসুমে তিনি জিতেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ব্যালন ডি’অর জিততে না পারার হতাশা কাটিয়ে এবার ফিফার বর্ষ সেরা হলেন ভিনিসিয়ুস।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৪/এফএএস