গেল কিছু বছরে ভিন্ন একটা অবস্থান তৈরি করে নিয়েছে সৌদির ফুটবল। যার শুরু হয়েছিল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর আগমন দিয়ে। শুধু এই ক্লাব নয়, গোটা সৌদির ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন এই পর্তুগিজ তারকা। তারপর থেকে দেশটির বিভিন্ন ক্লাবে যোগ দিতে থাকে কারিম বেনজেমা, নেইমার জুনিয়র, সাদিও মানেদের মতো বিশ্বের নামকরা অসংখ্য ফুটবলার।
গেল মৌসুমে দেখা গিয়েছিল রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে পেতে আগ্রহ দেখিয়েছিল সৌদির বিভিন্ন ক্লাব। তবে সেবার আর তেমন কিছু হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। তবে ফুটবল বিশ্বে আবারও উঠেছে গুঞ্জন। শোনা যাচ্ছে এই ব্রাজিলিয়ান তারকাকে পেতে এবার অবিশ্বাস্য রকমের প্রস্তাব দিতে যাচ্ছে এক সৌদি ক্লাব।
ইএসপিএন এবং স্প্যানিশ পত্রিকা মার্কার প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে দলে পেতে ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলারের লোভনীয় এক প্রস্তাব দিতে যাচ্ছে আল আহলি। যদি এই প্রস্তাব গ্রহন করেন এই ব্রাজিলিয়ান তারকা তবে তিনি বনে যাবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আর ট্রান্সফার মার্কেটে এটি হয়ে যাবে বিশ্ব ফুটবলের ইতিহাসে সবথেকে বড় অঙ্কের দলবদল।
আরও পড়ুন:
» রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (২৫ জানুয়ারি ২৫)
» ওয়ানডে বিশ্বকাপ : বাংলাদেশের স্বপ্নভঙ্গ, বাড়লো অপেক্ষা
ভিনিসিয়ুসকে দলে পেতে আল আহলি ছাড়াও চেষ্টা চালাতে চায় রোনালদোর আল নাসর এবং নেইমারের ক্লাব আল হিলালও। তবে এখন পর্যন্ত আল আহলী এগিয়ে আছে এই দৌড়ে। ক্লাবটিতে আরও রয়েছেন রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ এবং ইভান টনির মতো তারকা ফুটবলার। তবে শোনা যাচ্ছে এমন বিশাল প্রস্তাবেও হয়তো মন গলবে না ভিনির।
সম্প্রতি টিএনটি ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস জানান, রিয়ালকে কেন্দ্র করেই এগিয়ে যেতে চান তিনি, ‘আমার পরবর্তী পদক্ষেপ হলো নিজের খেলায় প্রতিনিয়ত উন্নতি করার বিষয়টি মাথায় রাখা। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবকে সহায়তা করার পথে নিজেকেও সমৃদ্ধ করা। আমার স্বপ্ন ছিল এই ক্লাবে আসা, সেরা ফুটবলারদের সঙ্গে খেলা। এখনকার কথা বললে, এটিই আমার স্বপ্ন, বড় চিন্তা করা এবং এই ক্লাবের জার্সি গায়ে আরও অনেক ট্রফি জেতা।’
এই ব্রাজিলিয়ান তারকার এমন বক্তব্যের পরে ধারণা করা যায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পরিকল্পনা হয়তো তার এখনই নেই। তবে আল-আহলির বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে হয়তো আরও একবার ভেবে দেখতে দ্বিধা করবেন না তিনি। কেননা এই মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তাই দলটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেই পারেন ভিনি।
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/এফএএস