Connect with us
ফুটবল

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ভিনিসিয়াস জুনিয়র

ভিনিসিয়াস জুনিয়র। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে ব্রাজিল। যেখানে ম্যাচের মাত্র ৭ মিনিটে হলুদ কার্ড দেখে বড় দুঃসংবাদ পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন এই তারকা ফুটবলার। আর এতেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনিসিয়াস।

এদিন ব্রাজিলের চার তারকা ফুটবলার মাঠে নেমেছিলেন নিষেধাজ্ঞার শঙ্কা মাথায় নিয়েই। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সেই ম্যাচে শুধু ভিনিই ছাড়াও কার্ড দেখেছেন এডার মিলিটাও, ভেন্ডেল ও লুকাস পাকেতার মতো তারকারা।  তাই কোয়ার্টার ফাইনালে আগে তাদের নিরাপদে রাখতে এই ম্যাচে খেলানো হবে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

তবে ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়র আগেই নিশ্চিত করেছিলেন, দলের জয়ের জন্য সেরা একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল। আর এই ম্যাচে ঠিক তেমনটাই করেছেন তিনি। তবে ম্যাচের শুরুতেই যেন অনাকাঙ্ক্ষিত এক ফাউল করে বসেন ভিনিসিয়াস জুনিয়র। এতে করে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন এই রিয়াল মাদ্রিদ ফুটবলার।

ভিনিসিয়াস জুনিয়রের সেই ফাউল।

তবে দোরিভাল জুনিয়রের সেরা একাদশ মাঠে নামানোর পরিকল্পনা খুব একটা কাজে দিয়েছে বলা যাবে না। কেননা এখন পর্যন্ত ম্যাচে ফলাফলের দিক থেকে খুব একটা সুবিধা জনক অবস্থানে নেই ব্রাজিল। রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচটি এগোচ্ছে ড্রয়ের পথে। তবে এই ম্যাচ ড্র করলেও গ্রুপের দ্বিতীয় অবস্থান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে যাবে ব্রাজিল।

আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন শরিফুল

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল