
গেল বছর বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচ ড্র করেছিল ব্রাজিল। এবার বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেও জয় বঞ্চিত হওয়ার দ্বারপ্রান্ত ছিল সেলেসাওরা। তবে যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের পায়ের জাদুতে স্বস্তি পায় তারা। কলম্বিয়াকে পরাজিত করে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করে ব্রাজিল।
আজ শুক্রবার ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ষষ্ঠ মিনিটে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে লিড এনে দেন রাফায়েল রাফিনিয়া। তবে প্রথমার্ধেই গোল শোধ করে কলম্বিয়া। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে ড্রয়ের দিকে এগোতে থাকে ম্যাচ। তবে যোগ করা সময়ের দশম মিনিটে বক্সের অনেক বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে ব্রাজিলকে ২-১ গোলের জয় এনে দেন ভিনি।
গেল কিছু সময় ধরে কলম্বিয়ার বিপক্ষে সুবিধা করতে পারছিল না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে সাম্প্রতিক সময়ে তাদের রেকর্ডও স্বস্তিদায়ক নয়। শেষ দুই দেখায় জয়শূন্য ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারও তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কলম্বিয়া শুধু সমতায় ফেরায়নি খেলা, বরং পুরো ম্যাচেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে শেষ মুহূর্তে ভিনিসিয়ুসের এক ঝলক জাদু সব হিসাব পাল্টে দেয়।
আরও পড়ুন:
» পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২১ মার্চ ২৫)
» সেহরির পরই ব্রাজিলের ম্যাচ, দেখে নিন সম্ভাব্য ফরমেট ও একাদশ
এ জয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে নিজেদের অবস্থান কিছুটা মজবুত করল ব্রাজিল। তবে ম্যাচের মধ্যেই বেশ কয়েকটি দুঃসংবাদও পেয়েছে তারা। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে গোলরক্ষক অ্যালিসন ও মিডফিল্ডার গারসনকে। এ ছাড়া ব্রুনো গুইমারেস ও গ্যাব্রিয়েল মাগালায়েস হলুদ কার্ড পাওয়ায় পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে তারা খেলতে পারবেন না।
মজার বিষয়, যেই ব্রাজিলের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল, তারা এক লাফে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। ১৩ ম্যাচে ব্রাজিলের নামের পাশে ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। আর এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে।
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৫/এফএএস
