Connect with us
ফুটবল

গোলের সেঞ্চুরির পর রোনালদোকে ছাড়িয়ে যেতে চান ভিনি

Vincius Jr
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি- সংগৃহীত

বর্তমানে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের মধ্যমণি ভিনিসিয়ুস জুনিয়র। গত কয়েক মৌসুম ধরে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লস ব্লাঙ্কোসদের হয়ে বিভিন্ন সময়ে অনেক ব্রাজিলিয়ান খেলেছেন। তবে ক্লাবটির হয়ে গোলের দিক থেকে এখনো সেরা রোনালদো নাজারিও। আর তার পরেই অবস্থান ভিনিসিয়ুসের। এবার এই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পথে হাঁটছেন ভিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৮-১৯ মৌসুম থেকে খেলছেন ভিনিসিয়ুস। তবে ২০২১-২২ মৌসুম থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন তিনি। নিজের সপ্তম মৌসুমে এসে এক মাইলফলক স্পর্শ করেছেন এই ব্রাজিলিয়ান।

রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি স্পর্শ করেছেন ভিনি। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে সালজবার্গের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। যার মধ্যে প্রথম গোলেই এই মাইলফলকের ছোঁয়া পান এই ব্রাজিলিয়ান। বর্তমানে লস ব্লাঙ্কোসদের হয়ে তার সর্বমোট গোল সংখ্যা ১০১।

Vini Jr scores 100 goals for Real Madrid

রিয়াল মাদ্রিদের জার্সিতে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন ভিনি। ছবি- সংগৃহীত

আরও পড়ুন:

» ক্লাব ফুটবলের ইতিহাসে অনন্য নজির গড়ল রিয়াল মাদ্রিদ

» চ্যাম্পিয়নস লিগ: নকআউট নিশ্চিত হলো কাদের, বিদায় নিলো কারা?

রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতা রোনালদো নাজারিও। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে ১০৪টি গোল করেছেন এই সাবেক। তবে তার রেকর্ড ভাঙার খুব কাছেই রয়েছেন ভিনি। আর চারটি গোল করলেই রিয়ালের সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতা হয়ে যাবেন ভিনিসুয়স।

সালজবার্গের বিপক্ষে ম্যাচ শেষে রোনালদোকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ভিনি। তিনি বলেন, ‘এই জার্সিতে ১০০ গোল করতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদোর চেয়ে আমি আর তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আমি এভাবে খেলা চালিয়ে যেতে পারবো এবং এই দলে একটা যুগের সূচনা করতে পারব, এটাই আমার স্বপ্ন।’

সালজবার্গের বিপক্ষে ভিনিসিয়ুসের পাশাপাশি জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এছাড়া এমবাপ্পের এক গোলের অবদানে ৫-১ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল