ক্লাব ফুটবলে দারুণ একটি মৌসুম কাটালেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা শিরোপা জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাবান টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছেন তিনি। পাশাপাশি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন। সবমিলিয়ে ইউরোপীয় ফুটবল দুর্দান্ত একটি মৌসুম পারে করে ব্যালন ডি’অর জয়ের পূর্ণ দাবিদার বনে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
সদ্য সমাপ্ত হওয়া চ্যাম্পিয়নস লিগে অসাধারণ খেলা উপহার দিয়েছেন ভিনিসিয়ুস। পুরো টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ৬ গোল করেছেন যার মধ্যে ফাইনালে একটি গোল রয়েছে। পাশাপাশি ৪টি গোলে সহায়তাও করেছেন তিনি। সবমিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৩/২৪ মৌসুমে ৩৯ ম্যাচে ২৪ গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে তার।
এমন পারফরম্যান্সের পর তার ভক্ত-সমর্থকসহ অনেক ফুটবল বোদ্ধারাই বিশ্বাস করেন এবার ব্যালন ডি’অর উঠছে ভিনিসিয়ুসের হাতে। সেই তালিকায় যুক্ত হল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের নামও। তিনিও বিশ্বাস করেন, ভিনিই জিতবেন এবারের ব্যালন ডি’অর।
নেইমার বলেন, “ভিনির ক্ষেত্রে, স্পষ্টতই আমি মনে করি এবারের ব্যালন ডি’অর তার। আমি (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল) খেলার আগে এবং পরে তাকে বার্তা পাঠিয়েছিলাম। সে এমন একজন খেলোয়াড় যাকে আমি আবেগের সঙ্গে ভালোবাসি। ফুটবল আমাকে তার মতো একজন দুর্দান্ত বন্ধু দিয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি সে এবার ব্যালন ডি’অরের মুকুট পরবে।’
ভিনির প্রশংসা করে নেইমার আরও বলেন, ‘সে একজন অসাধারণ ফুটবলার। সে বিশ্বফুটবলে ব্রাজিলের পতাকার প্রতিনিধিত্ব করছে। তাকে নিয়ে আমরা পর্বিত।’
২০০৭ সালে এসি মিলানের হয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন কাকা। এরপর আর কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠেনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি। ২০১৫ সালে ব্যালন ডি’অর জয়ের খুব কাছে গিয়েও জেতা হয়নি নেইমারের। বর্ষসেরা ফুটবলারদের তালিকায় মেসি ও রোনালদোর পর তৃতীয় নম্বরে ছিলেন এই তারকা। তবে এবার হয়ত ভিনিসিয়ুসের হাত ধরে দীর্ঘদিন পর ডি’অরের আক্ষেপ ঘুচবে।
আরও পড়ুন: নিউইয়র্কের পার্কে রোহিতদের অনুশীলন করা নিয়ে দ্রাবিড়ের বিস্ময়!
ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/বিটি