Connect with us
ফুটবল

২৪ ঘন্টার ব্যবধানে তিন পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস

তিন পুরস্কারের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র। ছবি- সংগৃহীত

গত মঙ্গলবার দিবাগত রাতে ফিফার এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল বর্ষসেরা ফুটবলারের নাম। যেখানে ফিফা দ্য বেস্ট পুরস্কার নিজের করে নিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এবার একদিন পরেই গতকাল রাতে ইন্টারকন্টিনেন্টাল কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

গতকাল বুধবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর দল পাচুকার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে ৩-০ গোলের জয়ে শিরোপা জয় করে লস ব্লাঙ্কোসরা। এদিন ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার পান ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া গত ২৪ ঘন্টায় তৃতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন ফাইনাল সেরার অ্যাওয়ার্ড। 

ফাইনাল ম্যাচে প্রথমার্ধে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তবে সেই গোলে বড় অবদান ছিল ভিনির। গোলরক্ষককে পরাস্ত করে বাই লাইনের কাছে বল নিয়ে চলে যান তিনি। সেখান থেকে মাইনাস করে বল বাড়ান এমবাপ্পের উদ্দেশ্যে। বল পেয়েই দারুন কাটব্যাকে জালে জড়ান এই ফরাসি তারকা। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন ভিনিসিয়ুস।

এতে করে ২৪ ঘন্টার ব্যবধানে ফিফার বর্ষসেরার খেতাবসহ ব্যক্তিগত তিন পুরস্কার জয় করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। পাশাপাশি দলীয়ভাবে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপাও উচিয়ে ধরেছেন তিনি।

আরও পড়ুন:

» ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

» নারী এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১৯ ডিসেম্বর ২৪)

এর আগের দিন রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফার এক জমকালো অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারকে পুরস্কার প্রদান করা হয়। যেখানে ব্রাজিলিয়ান তারকা ভিনির হাতে ২০২৪ সালের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যা ছিল ব্রাজিলের ষষ্ঠ কোন কোন ফুটবলারের বর্ষসেরার পুরস্কার প্রাপ্তি।

এবারের ফিফা দ্য বেস্ট এওয়ার্ড জয়ের পথে সর্বোচ্চ ৪৮ পয়েন্ট পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এই লড়াইয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য ব্যালন ডি’অর জয়ী রদ্রি। তিনি সেরার পুরস্কারের জন্য পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ পয়েন্ট। আর তৃতীয় অবস্থানে থাকা জুড বেলিংহাম ৩৭ পয়েন্ট পেয়েছেন।

ভিনিসিয়ুস গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯ ম্যাচ খেলে গোল করেছেন ২৪টি। পাশাপাশি সতীর্থদের গোল করতে সহায়তা করেছেন ১১টি। ইন্টারকন্টিনেন্টাল কাপের পূর্বে এই মৌসুমে রিয়াল জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের মতো শিরোপা। এদিকে সম্প্রতি ব্যালন ডি’অর জিততে না পেরে হতাশা প্রকাশ করেছিলেন ভিনি।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল