দারুণ এক বছর কাটালেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৪ সালটা তার জন্য ছিল দলীয় এবং ব্যক্তিগত সাফল্যে ভরপুর। বছরজুড়ে বেশ কয়েকটি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার বছরের শেষ সময়ে এসে আরেকটি ব্যক্তিগত পুরস্কার জিতে ২০২৪ সালের তালিকা সমৃদ্ধ করলেন ভিনি।
২০২৪ সালের সেরা আইবেরো-আমেরিকান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানের নিউজ এজেন্সি ইএফই কর্তৃক প্রণীত এই পুরস্কারটি টানা তৃতীয়বারের মতো জিতে নিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মাদ্রিদের ভালদেবেবাস স্পোর্টস সিটি থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন ভিনিসিয়ুস। ইএফই এজেন্সির প্রেসিডেন্ট মিগেল অ্যাঞ্জেল অলিভার তার হাতে পুরস্কারটি তুলে দেন। এছাড়া সেখানে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসও উপস্থিত ছিলেন।
টানা তিনবার এই পুরস্কার জিতে বেশ উচ্ছ্বসিত ভিনিসিয়ুস। নিজের অনুভূতি প্রকাশ করে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘টানা তিনবার এই পুরস্কার জিততে পেরে আমি খুবই খুশি। আমি দারুণ এক মৌসুম কাটিয়েছি সেটারই ফল এটি। এর জন্য আমি আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তাদেরকে ছাড়া এই অর্জন সম্ভব হতো না।’
আরও পড়ুন:
» বিপিএলে প্রথমবার ম্যাচসেরা হয়ে নাহিদ বললেন ‘আলহামদুলিল্লাহ’
» নাহিদ রানার ৪, সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় রংপুরের
২০২৪ সালে ব্যালন ডি’অরের অন্যতম যোগ্য দাবিদার ছিলেন ভিনিসিয়ুস। তবে শেষ পর্যন্ত ম্যানচেষ্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি জিতেছেন এই পুরস্কার। তবে ব্যালন ডি’অর না পেলেও ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ছিলেন। এছাড়া গ্লোব সকারসহ আরো বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন এই ব্রাজিলিয়া তারকা। আর এই তালিকায় সবশেষ সংযোজন সেরা আইবেরো-আমেরিকান খেলোয়াড়ের পুরস্কার।
সাধারণত আমেরিকার যেসব দেশ বা অঞ্চলের প্রধান ভাষা স্প্যানিশ কিংবা পর্তুগিজ, তাদেরকেই আইবেরো-আমিরাকার দেশ বা অঞ্চল বলা হয়। অর্থাৎ পূর্বে এসব দেশ স্পেন কিংবা পর্তুগালের অধীনে ছিল। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, স্পেন, পর্তুগালসহ মোট ২২টি আইবেরো-আমেরিকান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
১৯৯১ সাল থেকে আইবেরো-আমেরিকান দেশগুলোর মধ্যে সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে আসছে ইএফই নিউজ এজেন্সি। প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন পানামার সাবেক ফরোয়ার্ড রোমেল ফার্নান্দেজ। এরপর ১৯৯৪ সালে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই পুরস্কার জেতেন রোমারিও। এরপর ১৯৯৭ থেকে ৯৯ পর্যন্ত টানা তিন বার যথাক্রমে রোনালদো নাজারিও, রবার্তো কার্লোস ও রিভালদো এই ব্রাজিলিয়ানের জুলিতে উঠে এই পুরস্কার।
এরপর ২০০৩ সালে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জেতেন রোনালদো নাজারিও। পরের বছর জেতেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রোনালদিনহো। এরপর ২০১৯ সাল পর্যন্ত কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠেনি এই পুরস্কার। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে এই পুরস্কার জিতে নেন ক্যাসিমিরো।
২০২২ সাল থেকে আর বদলায়নি এই পুরস্কারের মালিক। টানা তৃতীয়বার এই পুরস্কার জিতে নিয়েছেন ভিনিসিয়ুস। এর আগে কেবল লিওনেল মেসি টানা চারবার জেতেন এটি। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা জেতেন এই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সবমিলিয়ে মোট পাঁচবার জিতেছেন তিনি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৪/বিটি