লা লিগায় আজ রেয়াল সোসিয়েদাদের ভাগ্য মন্দ ছিল বলাই চলে। গোটা ম্যাচে তাদের তিনটি শট প্রতিপক্ষের গোল পোস্টে বাধা পায়। এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র করে খুব ভালো শুরু না পেলেও, সবশেষ দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
গতকাল শনিবার রাতে লা লিগায় নিজেদের পঞ্চম ম্যাচে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন প্রতিপক্ষের মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের রাতে দলের হয়ে গোল করেন দুই তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণে চলতে থাকে খেলা। সুযোগ বুঝে একের পর এক গোলের সুযোগ তৈরি করেও সফলতা পায়ে নিয়ে রিয়াল মাদ্রিদ। উল্টোপাল্টা আক্রমণে রিয়াল শিবিরে একাধিকবার কাপন ধরিয়েছে স্বাগতিক সোসিয়েদাদ। প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো তারা, দুই দফা বল রিয়ালের পোস্টে বাধা না পেলে।
প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হলে বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয় আর্ধে ফিরে আবারও গোল করতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। এদিন ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দারুন লড়াই দিয়েছিল রেয়াল সোসিয়েদাদ। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায় মাদ্রিদ।
রিয়ালের এক ফুটবলারের নেয়া শট প্রতিপক্ষ বক্সের মধ্যে ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি দেয় রেফারি। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। বক্সের ভেতর ভিনিকে ফাউল করলে স্পট কিক পায় তারা।
লা লিগার চলতি মৌসুমে নিজেদের খেলা প্রথম পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এদিকে তাদের আরেক প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এক ম্যাচ কম খেলে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
আরও পড়ুন: মাঠে ফিরেই মেসির জোড়া গোল, জিতল ইন্টার মায়ামি
ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৪/এফএএস