আর মাত্র দু’দিন বাদেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। সম্প্রতি পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ফিরেছে টাইগাররা। তাই লাল বলের এই আসন্ন সিরিজে শান্তদের একদমই হালকাভাবে নিতে নারাজ স্বাগতিকরা।
বাংলাদেশ সিরিজ সামনে রেখে কঠোর অনুশীলনে রয়েছে গোটা ভারত দল। যেখানে তাদের অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলি নিজেও করছেন পরিশ্রম। এই সিরিজের আগেই সাবেক পাক ব্যাটার বলেছেন, বিরাট ডাবল সেঞ্চুরি হাকাবেন বাংলাদেশের বিপক্ষে।
টাইগারদের বিপক্ষে বিরাট কোহলির পরিসংখ্যান দেখলে সেই কথা খুব একটা ফেলে দেওয়ার সুযোগ নেই। আর এই সিরিজের আগে কোহলি যেভাবে অনুশীলন করছেন সেটাও হতে পারে ভয়ের কারণ। যেখানে ছক্কা মেরে স্টেডিয়াম ভাঙার খবরও ছড়িয়েছে।
তবে সেই অনুশীলন থেকেই আশার বাণী পেতে পারে টাইগাররা। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গতকাল ব্যাটিংয়ে বেশ ভুগতে হয়েছিল বিরাট কোহলিকে। যেখানে তার কঠিন পরীক্ষাই নিয়েছেন দুই পেসার জসপ্রিত বুমরাহ এবং গুরনুর ব্রার।
ধারণা করা যায়, পাকিস্তান সিরিজে দারুন পারফর্ম করা টাইগার পেসার নাহিদ রানাকে মোকাবেলা করতেই অনুশীলনে গুরনুরকে এনেছে ভারত। এই ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার বোলারের বাউন্সে বারবার নাজেহাল হয়েছেন কোহলি। গুরনুরকে সামলাতে ভালোই বেগ পেতে হয়েছে এই তারকা ব্যাটারকে।
তবে অনুশীলনে গুরনুরের চেয়ে কোহলিকে বেশি ভুগিয়েছেন জসপ্রিত বুমরাহ। তার একের পর এক ইনসুইং বলে পরাস্ত হয়েছেন কোহলি। আগে থেকেই তার এই দুর্বলতার কথা জানা। যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তানজিম সাকিবের ইনসুইং বলে আউট হয়েছিলেন কোহলি।
তাই বলা যায় চেন্নাইয়ের লাল মাটির উইকেটে বিরাট কোহলির সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অস্বাভাবিক বাউন্স ও ইনসুইং বল। আর এই দুই অস্ত্র চালানোর মতো দুই পাকা বোলার রয়েছে টাইগারদের শিবিরেই। যেখানে বাউন্সে কোহলিকে বিপদে ফেলতে পারেন নাহিদ রানা।
নাহিদ রানার মতই টাইগারদের আরেক পেসার তাসকিন আহমেদ ইনসুইং বলে সিদ্ধহস্ত। তাই তাসকিন আহমেদের সামনেও বেকাদায় পড়তে পারেন কোহলি। সুতরাং বিরাট কোহলিকে মোকাবেলা করতে বাংলাদেশের হাতে অস্ত্র হতে পারেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
আরও পড়ুন: ব্রাজিলের তারকা ফুটবলার এনদ্রিক কাকে বিয়ে করলেন?
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/এফএএস