Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে ‘সুখবর’ দিলেন বিরাট কোহলি

বিরাট কোহলি। ছবি- ইন্ডিয়ান ক্রিকেট টিম

বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার, তার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে আলাদা ভাবে পড়াশোনা করে আসতে হয়। তবে সাম্প্রতিক সময়ে হয়তো কিছুটা নির্ভার থাকতেই পারে বিপক্ষ দল গুলো। কেননা নিজের সেরা ছন্দে নেই ভারতের এই তারকা ক্রিকেটার। তার নেট অনুশীলন থেকেও পাওয়া যাচ্ছে ‘সুখবর’।

কোহলির বিষয়ে বলার কারণ, আজ কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তার দল। তবে এই ম্যাচের আগে খুব একটা স্বস্তিতে নেই ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। এর আগে টাইগারদের বিপক্ষে প্রথম ম্যাচেও পারেননি নিজেকে মেলে ধরতে।

টেস্ট ক্রিকেটে সবশেষ কোহলি রানের দেখা পেয়েছিলেন গত বছরের ডিসেম্বর মাসে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। এরপর থেকে ধারাবাহিক ব্যর্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছেন তিনি। চেন্নাই টেস্টের দুই ইনিংসে যথাক্রমে করেন ৬ ও ১৭ রান।

কানপুর টেস্ট দিয়ে তাই রানে ফেরার আশায় থাকবেন বিরাট কোহলি। তবে তার জন্য খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারেননি এই ক্রিকেটার। নেট অনুশীলনেও নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। আর বিরাট কোহলির এমন অসহায়ত্ব যেন বাংলাদেশ শিবিরেই বয়ে আনছে সুখবর।

গতকাল দ্বিতীয় টেস্টের আগে নেট অনুশীলনে পেস কিংবা স্পিন কোন বিভাগের সামনেই খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে ছিলেন না কোহলি। ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তুলে এনেছেন সেই খবর। যেখানে বলা হয় জসপ্রিত বুমরাহর মাত্র ১৫ টি ডেলিভারিতেই বিরাট কোহলি আউট হন ৪ বার।

অনুশীলনে বিরাট কোহলি।

এছাড়া স্পিন অ্যাটাক রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের সামনেও তেমন একটা সুবিধা করতে পারেননি কোহলি। একাধিক ডেলিভারি চেষ্টা করেও ব্যাটে-বলে করতে না পারার পাশাপাশি আউটও হয়েছেন তিনি। নিজের এমন অনুশীলনে নিজের ওপর বিরক্ত প্রকাশ করতেও দেখা যায় তাকে।

ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটারের এমন ছন্দহীনতা বেশ স্বস্তি দেবে বাংলাদেশ দলে। যদিও পরিসংখ্যানের দিকে তাকালে টাইগারদের বিপক্ষে বেশ উজ্জ্বল বিরাট কোহলির ব্যাট। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১১ ইনিংসে ৪৬.০০ গড়ে তিনি করেছেন ৪৬০ রান। হাকিয়েছেন দুটি সেঞ্চুরি, যার মধ্যে একটি আছে ডাবল সেঞ্চুরি। 

আরও পড়ুন: কানপুর টেস্ট ঘিরে বাংলাদেশের যে পরিকল্পনা

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট