Connect with us
ক্রিকেট

অবসরের পর অধিনায়ক হয়ে ফিরছেন বিরাট কোহলি

Saff winer footballer
বিরাট কোহলি। ছবি- ক্রিকইনফো

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরমেটের এই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। এবার সংক্ষিপ্ত এই ফরমেটে ফিরছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার অধিনায়ক হয়ে। তবে জাতীয় দল নয় বরং আইপিএলের মঞ্চে। এতে আইপিএলের তিন আসর পর আরো একবার নেতৃত্বের ভার উঠতে যাচ্ছে কোহলির কাঁধে।

এর আগে ২০২১ সাল পর্যন্ত ৯ বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তারপর দলের নেতৃত্ব ওঠে ফাফ ডু প্লেসির হাতে। তবে এবার আইপিএলের আসন্ন মৌসুমে বদল আসছে দলের অধিনায়কত্বে। নিলামের আগে সুযোগ থাকলেও ডু প্লেসিকে রিটেইন করেনি বেঙ্গালুরু।

এমন সময় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসন্ন আসরে বেঙ্গালুরুর নেতৃত্ব উঠতে যাচ্ছে কোহলির হাতে। এই নিয়ে দলের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন কোহলি। এতে পরবর্তী মৌসুমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আরো একবার দেখা যেতে পারে এই ভারতীয় তারকা ক্রিকেটারকে।

আরও পড়ুন:

» জিসান-সাইফুদ্দিনের নৈপুণ্যে ওমানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের হার ইংল্যান্ডের

এদিকে গত তিন আসরে ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েও তেমন একটা সফলতা এনে দিতে পারেননি ডু প্লেসি। অবশ্য এর আগে লম্বা সময় অধিনায়ক থেকেও তেমন বড় কোন সাফল্য দেখাতে পারেননি বিরাট কোহলি। যদিও ২০১৬ আইপিএল মৌসুমে কোহলির নেতৃত্বেই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ফ্রাঞ্চাইজিটি।

আগামী বছরের আইপিএলকে সামনে রেখে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে নিলাম। তার আগে গতকাল নিজেদের চূড়ান্ত রিটেইন লিস্ট প্রকাশ করে বেঙ্গালুরু। সেখানে বিরাট কোহলি, রজত পতিদার এবং যশ দয়ালকে ধরে রেখেছে দলটি। কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলে ৬৬ জয়ের বিপরীতে ৭০ হার দেখেছে বেঙ্গালুরু।

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট