বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
এখন পর্যন্ত নিজেদের খেলা তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে ভারত। অন্য দিকে ৩ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কাল ভারতের বিপক্ষে জয়ের উদ্দেশ্যেই মাঠে নামবে টাইগাররা।
একদিকে দলের বাজে পারফর্মেন্স, অন্যদিকে দলের অভ্যন্তরীণ নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলের। তার উপর ভারতের মত কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ নিয়ে যে কিছুটা কোণঠাসা অবস্থায় টিম টাইগার্স তা অনুমেয়ই।
এই অবস্থায় বাংলাদেশ দল অবশ্যই চাইবে কাল যেন ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির ব্যাট না হাসে। কোহলির ব্যাট বরাবরই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলেই যেন চওড়া হয়ে যায়। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১৫ ইনিংসে ব্যাট করা ভারতের সাবেক এই অধিনায়কের সংগ্রহ ৮০৭ রান। বাংলাদেশের বিপক্ষে ৬৭.২৫ গড় এবং ১০১ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা বিরাটের শতক আছে চারটি।
আরেকটি চিন্তার বিষয় হলো, আগামীকালের ম্যাচ ভেন্যু পুনের এই মাঠেও কোহলির পরিসংখ্যান অনন্য। এই মাঠে কোহলি মোট সাত ম্যাচ খেলে ৪৪৮ রান সংগ্রহ করেছেন। এখানে তার ব্যাটিং গড় ৬৪ এবং স্ট্রাইক রেট প্রায় ৯২।
এই দুই পরিসংখ্যান দেখে তাই বিরাট কোহলিকে নিয়ে বাংলাদেশের যে আলাদা পরিকল্পনা থাকবে তা বলা বাহুল্য।
আরও পড়ুন: বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বললেন ভারতের বোলিং কোচ
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৩/এমএস/এসএ